কলকাতা : একদিকে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে অশান্ত শিলিগুড়ি। অন্যদিকে মেদিনীপুরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে তুঙ্গে বঙ্গ রাজনীতির পারদ। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী। আগুন নিয়ে খেলবেন না। কঙ্কালকাণ্ডকেশপুর যারা করেছেআজ তারা বিজেপির বড় রক্ষক। সিপিএম রক্ষকবিজেপি ভক্ষককংগ্রেস তক্ষক। তবে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বাক্য ব্যয় করলেন না। কার্যত উপেক্ষার কৌশল নিলেন শুভেন্দু অধিকারীকে। তবে নাম না করে কড়া বার্তাও শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। মমতা যখন মেদিনীপুরেঠিক সেই সময় শুভেন্দু কলকাতায়। তাঁর ভবিষ্যত পদক্ষেপ ঘিরেই জল্পনা। বিজেপি নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী অর্জুন মুণ্ডা বলেন, ‘’শুভেন্দু দলে এলেই স্বাগত।‘’ এদিন মেদিনীপুরে যখন তৃণমূল নেত্রীর সভা শুরু করছেনঠিক সেই সময় ৬৫৪ কিলোমিটার দূরে উত্তরকন্যা অভিযান শুরু করে বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির তাবড় নেতা। আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল গেরুয়া ব্রিগেডের যাত্রাপথে। এরইমধ্যে উত্তরবঙ্গে যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের রণক্ষেত্র শিলিগুড়ি। অশান্তির মাঝে এক সমর্থকের মৃত্যু হয়েছে বলে দাবি বিজেপির। বিজেপি সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম উলেন রায়। বিজেপির অভিযোগ, পুলিশের হামলায় দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ছররা গুলি দিয়ে মেরেছে। নন্দীগ্রামের কায়দায় হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল উত্তরবঙ্গ