নয়াদিল্লি: থানায় ঢুকে প্রথমে সদলবলে জুতোপেটা, তারপর প্রস্রাব পান করতে বাধ্য করা, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন স্থানীয় এক কনস্টেবল। অভিযুক্ত বারখেরার বিধায়ক কিষাণ লাল রাজপুতের ভাইপোর কাছ থেকে ওই কনস্টেবল একটি বাইক কেনে। কিন্তু বাইকটির প্রয়োজনীয় নথি তাঁকে দিচ্ছিলেন না বিক্রতা রাহুল। তাতে নানারকম অসুবিধায় পড়ছিলেন ওই কনস্টেবল।
অবশেষে তিনি যান অসম রোড পুলিশ স্টেশনের। সেখানে অভিযোগ লেখানোর আগেই, থানায় হাজির হন বিজেপি বিধায়ক কিষাণ লাল রাজপুত। সঙ্গে প্রায় ৫০ জন সমর্থক। তারা সকলে মিলে ওই কনস্টেবলকে মারধর শুরু করেন বলে অভিযোগ। তার থেকে সোনার চেন ও ওয়ালেট ছিনিয়ে নেওয়া হয় । শুধু তাই নয়, তাঁকে প্রস্রাব পান করতেও জোর করা হয়, বলে জানিয়েছেন অভিযোগকারী। সেই সময় থানায় উপস্থিত পুলিশরা কোনও পদক্ষেপই নেননি বলে অভিযোগ।
নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত থানাকে এফআইআর নেওয়ার নির্দেশ দেয়। তারপর সুনগড়ি থানায় ওই বিধায়ক, তাঁর ভাইপো ও ঘটনায় যুক্ত সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৭ ও ৩৯৫ ধারায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী।
কনস্টেবলকে জুতোপেটা, প্রস্রাব পান করালেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক!
Web Desk, ABP Ananda
Updated at:
31 Dec 2019 01:10 PM (IST)
অভিযোগ লেখানোর আগেই, থানায় হাজির হন বিজেপি বিধায়ক কিষাণ লাল রাজপুত। সঙ্গে প্রায় ৫০ জন সমর্থক। তারা সকলে মিলে ওই কনস্টেবলকে মারধর শুরু করেন বলে অভিযোগ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -