কলকাতা: সিবিএসই, আইসিএসই দশম-দ্বাদশের ফল ১৫ জুলাইয়ের মধ্যে।  সুপ্রিম কোর্টে আজ এই নিয়ে মামলার শুনানি ছিল। সেই মামলাতেই সিবিএসই-র দশম-দ্বাদশের বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।


কীভাবে পরীক্ষার মূল্যায়ন হবে তারও ফর্মুলা সুপ্রিম কোর্টে সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে বলে সূত্রের খবর।  কী সেই ফর্মুলা, জেনে নিন:

  • কেউ তিনটি বিষয়ে পরীক্ষা দিলে যে ২টি পেপার ভাল হয়েছে তার গড়ের ভিত্তিতে মিলবে বাকি বিষয়ের নম্বর।

  • তিনের বেশি বিষয়ে পরীক্ষা দিলে ৩টি পেপারের সর্বোচ্চ গড় অনুযায়ী নম্বর দেওয়া হবে।

  • একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ মূল্যায়ণ হবে অভ্যন্তরীণ ফলাফলের ভিত্তিতে।

  • যোগ হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার গড়।

  • কোনও ছাত্র-ছাত্রী এই নিয়মে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে সে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। যে পরীক্ষার তারিখ পরে ঘোষিত হবে।