LIVE UPDATES: উত্তরপ্রদেশ বোর্ডের দশম ও দ্বাদশের ফলে এগিয়ে ছাত্রীরা, শীর্ষ স্থানাধিকারীদের নামে হবে রাস্তা

উত্তর প্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদের সরকারি ওয়েবসাইটে বেলা সাড়ে বারোটা থেকে রেজাল্ট জানা যাবে। ক্লিক করুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jun 2020 02:04 PM
ট্যুইট করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পড়ুয়াদের অভিননন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আজ ইউপি বোর্ডের ফল প্রকাশ। এমনিতে পরীক্ষা আত্মবিশ্লেষণের মাধ্যম। পরীক্ষার ফলাফল তাই স্বাভাবিকভাবে গ্রহণ করাটাই শ্রেয়।
ট্যুইট করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পড়ুয়াদের অভিননন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আজ ইউপি বোর্ডের ফল প্রকাশ। এমনিতে পরীক্ষা আত্মবিশ্লেষণের মাধ্যম। পরীক্ষার ফলাফল তাই স্বাভাবিকভাবে গ্রহণ করাটাই শ্রেয়।
দ্বাদশেও ছাত্রীদের দাপট। এবার দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন ২৪,৮৪,৪৭৯ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্রদের সংখ্যা ১৩,৯২,৬৭৫। সফল হয়েছেন ৯,৫৯,২২৩ জন। পাশের হার ৬৮.৮৮ শতাংশ। অন্যদিকে, ১০,৯১,৮০৪ জন ছাত্রীর মধ্যে সফল ৮,৯৪,৮৭৬ জন। পাসের হার ৮১.৯৬ শতাংশ।
দশম শ্রেণীর ফলাফলে ছাত্রদের টেক্কা ছাত্রীদের। এবার দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭,৭২,৬৫৬। এরমধ্যে ছাত্রদের সংখ্যা ১৪,৯০,৮১৪। তাদের মধ্যে উত্তীর্ণ ১১,৯০,৮৮৮। শতকরা হার ৭৯.৮৮ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের সংখ্যা ছিল ১২,৮১,৮৪২। এরমধ্যে সফল ১১,১৮,৯১৪ জন। পাশের হার ৮৭.২৯ শতাংশ। শতাংশের এই হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা।
কৃতিদের নামে হবে রাস্তার নামকরণ। বড় ঘোষণা উত্তরপ্রদেশের বোর্ড আধিকারিকদের। দশম ও দ্বাদশ শ্রেনীর পরীক্ষায় শীর্ষ ২০ দের জন্য রাস্তা তৈরি হবে। রাস্তাগুলি নামকপণ করা হবে শীর্ষস্থানাধিকারীদের নামে। বললেন দীনেশ শর্মা।
এবিপি লাইভে জেনে নিন রেজাল্ট:

ক্লাস ১২ -
http://up12.abplive.com/
ক্লাস ১০ -
http://up10.abplive.com/
দ্বাদশের শীর্ষস্থানাধিকারীদের তালিকা
................................................
প্রথম: অনুরাগ মালিক-শ্রী এসএম ইন্টার কলেজ বাগপত (৯৭ শতাংশ)
দ্বিতীয়: প্রয়াগরাজের প্রাঞ্জল সিংহ (৯৬ শতাংশ)
তৃতীয়: উত্কর্ষ শুক্লা (৯৪.৮০ শতাংশ)
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর দশমের সামগ্রিক সাফল্যের হার ৮৩.৩১ শতাংশ। গত বছরের পাশের হার ছিল ৮০.০৭ শতাংশ। দ্বাদশের সামগ্রিক সাফল্যের ৭৪.৬৩ শতাংশ।
দশম শ্রেণীর পরীক্ষায় শীর্ষস্থানাধিকারীদের তালিকা
............................................................
প্রথম স্থান: রিয়া জৈন- শ্রী রাম এসএম ইন্টার কলেজ (৯৬.৭ শতাংশ)
দ্বিতীয় স্থান: অভিমূন্য ভার্মা-শ্রী সাই কলেজ (৯৫.৮৩ শতাংশ)
তৃতীয় স্থান: যোগেশ প্রতাপ সিংহ-সদভাবনা ইন্টার কলেজ (৯৫.৩৩ শতাংশ)
মধ্যশিক্ষা বিভাগের ডিরেক্টর বিনয় পান্ডে ফলাফল ঘোষণা করেন। দশম শ্রেণীর পরীক্ষায় সাফল্যের হার ৮৩ শতাংশ।
দীনেশ শর্মা বলেছেন, দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল গত বছরের তুলনায় ভালো হয়েছে। পরীক্ষা শেষ হয়েছিল ১৫ দিনে।
এবারই প্রথম পরীক্ষার্থীদের জন্য ই-মার্কশিট জারি করবে উত্তরপ্রদেশ বোর্ড। করোনাভাইরাস অতিমারির কারণে মার্কশিট প্রিন্ট করা খুবই কঠিন। সেজন্য আমরা পড়ুয়াদের ই-মার্কশিট জেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। মার্কশিটের সফ্টকপি পরীক্ষার্থীরা দশম শ্রেণীর ক্ষেত্রে পাবেন ১৫ জুলাই থেকে এবং দ্বাদশের ক্ষেত্রে ৩০ জুলাই থেকে।
কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় পরীক্ষার এই ফলপ্রকাশ স্বপ্নের মতো। বললেন দীনেশ শর্মা। তিনি বলেছেন, ২১ দিনের মধ্যে আমাদের শিক্ষকরা ২ কোটির বেশি খাতা দেখেছেন। গত বছরের তুলনায় এ বছরের ফলাফল ভালো হয়েছে।
উত্তরপ্রদেশ বোর্ডের দশম ও দ্বাদশের ফলাফল প্রকাশিত। বোর্ডের আধিকারিকরা এই ফল প্রকাশ করলেন। অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে।

প্রেক্ষাপট

লখনউ: আজ (শনিবার) প্রকাশিত হবে উত্তর প্রদেশ বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী দীনেশ শর্মা এ কথা জানিয়েছেন। উত্তর প্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদের সরকারি ওয়েবসাইটে বেলা সাড়ে বারোটা থেকে রেজাল্ট জানা যাবে।

upresults.nic.in বা upmsp.edu.in-এ লগ ইন করে পড়ুয়ারা তাঁদের পরীক্ষার ফল জানতে পারবেন।

ফল জানতে ক্লিক করুন নীচের এই লিঙ্কে

https://www.abplive.com/news/states/up-board-results-2020-register-here-to-get-results-through-email-1441538

করোনা আবহে ইউপি বোর্ডের বহু বছরের ঐতিহ্য ভাঙতে চলেছে। হাইস্কুল ও ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল একসঙ্গে বের হবে। পুরনো ট্র্যাডিশন ভেঙে এবছরই ইউপি বোর্ড পরীক্ষার ফলাফল প্রয়াগরাজের বদলে লখনউ থেকে বেরোবে।

করোনা পরিস্থিতিতে এবার শিক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট এবং শংসাপত্র দেওয়া হবে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত নম্বর এবং শংসাপত্র ডাউনলোড করা যাবে। স্কুলগুলি থেকে ডাউনলোড করা ফলাফল শিক্ষার্থীদের বিতরণ করা হবে। শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে বিদ্যালয়ের অধ্যক্ষের থেকে ডিজিটাল মার্ক শিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবে।

এ বছর দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে পরীক্ষায় বসেছিলেন ৫৬,১১,০৭২ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলেছিল ১৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত, ৭৭৮৪টি পরীক্ষা কেন্দ্রে। টোকাটুকি রুখতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরা, ভয়েস রেকর্ডার ইত্যাদি।

২০১৯-এর দশম শ্রেণির পরীক্ষায় প্রায় ৮০.০৭ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হন। দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেন ৭০.০৬ শতাংশ পড়ুয়া।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.