লখনৌ : দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষার ফল ঘোষণা করল উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদ (Uttar Pradesh Madhyamik Siksha Parishad)। প্রয়াগরাজে (Prayagraj) শিক্ষা পরিষদের অফিস থেকে বেলা দেড়টা নাগাদ ফল প্রকাশিত হয়। ইউপি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট upmsp.edu.in অথবা upresults.nic.in থেকে হাই স্কুল (High School) ও ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। এদিন মেধাতালিকাও প্রকাশ করা হয়। ৬০০-র মধ্যে ৫৯০ নম্বর পেয়ে দশম-এর বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছে প্রিয়াংশী সোনি। অর্থাৎ ৯৮.৩৩ শতাংশ নম্বর পেয়েছে সে।
ক্লাস টেনের ফলাফল দেখুন এখানে ক্লিক করে -
দ্বাদশ শ্রেণির ফলাফল দেখুন এখানে ক্লিক করে-
কীভাবে ফলাফল দেখা যাবে ?
ক্লাস টেন ও টুয়েলভের ছাত্র-ছাত্রীরা DigiLocker-এ তাদের ফলাফল জানতে পারে। প্রথমে DigiLocker-এ তাদের একটি লগইন অ্যাকাউন্ট খুলতে হবে।
প্রথম ধাপে, digilocker.gov.in অফিসিয়াল লিঙ্কে যান
দ্বিতীয় ধাপে, আধার কার্ডের নম্বর দিয়ে DigiLocker-এ সাইনআপ করুন
তৃতীয় ধাপে, লগইন সংক্রান্ত তথ্য দিন এবং DigiLocker অ্যাকাউন্টে সাইনইন করুন
চতুর্থ ধাপে, ক্লাস ১০/১২-এ মার্কশিট লিঙ্কে ক্লিক করুন
পঞ্চম ধাপে, এরপর উত্তরপ্রদেশ স্টেট বোর্ড অফ হাই স্কুল ও ইন্টারমিডিয়েট এক্সামিনেশন-এ ক্লিক করুন
ষষ্ঠ ধাপে, রোল নম্বর দিন এবং ড্রপডাউন বক্স থেকে বছর বেছে নিন
সপ্তম ধাপে, UP বোর্ড রেজাল্ট স্ক্রিনে ফুটে উঠবে।
ক্লাস টুয়েলভের পরীক্ষা হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষা দিয়েছিল প্রায় ২৮ লক্ষ ছাত্র-ছাত্রী। গত ২৪ এপ্রিল ট্যুইটারে উত্তরপ্রদেশ বোর্ডের সেক্রেটারি দিব্যকান্ত শুক্ল ফলাফলের দিন ঘোষণা করেন।
এদিকে দশম ও দ্বাদশের যারা অনুত্তীর্ণ হয়েছে, বা ফলাফল আরও ভাল করতে চাইছে, তাদের জন্য পরীক্ষা নেবে ইউপি বোর্ড। অর্থাৎ, যারা ন্যূনতম নম্বর পায়নি, তাদের কম্পার্টমেন্ট /সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। নিয়ম অনুয়ায়ী, বোর্ডের পরীক্ষায় পাশ করে নতুন ক্লাসে ভর্তির জন্য ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।
দ্বাদশের ফলাফল ডাউনলোড করার পর, ছাত্র-ছাত্রীদের যাবতীয় তথ্য ভাল করে দেখে নিতে বলা হয়েছে। কোনও ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে নিজের স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছে উত্তরপ্রদেশ বোর্ড। যদিও এখনই অনলাইনে ডিজিটাল কপি ডাউনলোড করা যাবে না বলেও জানানো হয়েছে। পরবর্তীতে, স্কুল থেকে রেজাল্ট হস্তান্তরিত করা হবে।