উত্তরপ্রদেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, শিক্ষকদের মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ
Web Desk, ABP Ananda | 18 Oct 2019 07:17 PM (IST)
রাজ্যের সব বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ুয়ারা যাতে ‘আরও ভাল পড়াশোনার পরিবেশ পান, তা সুনিশ্চিত করতে’ই এই সার্কুলার দিয়েছে উচ্চ শিক্ষা সংক্রান্ত ডিরেক্টরেট।
লখনউ: উত্তরপ্রদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করল যোগী আদিত্যনাথ সরকার। এ ব্যাপারে উত্তরপ্রদেশ উচ্চশিক্ষা সংক্রান্ত ডিরেক্টরেটের জারি করা সার্কুলারে বিশ্ববিদ্যালয় ও কলেজের ভিতরে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। শুধু পড়ুয়ারাই নন, এই নিষেধাজ্ঞা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ুয়ারা যাতে ‘আরও ভাল পড়াশোনার পরিবেশ পান, তা সুনিশ্চিত করতে’ই এই সার্কুলার দিয়েছে উচ্চ শিক্ষা সংক্রান্ত ডিরেক্টরেট। রাজ্য সরকারের বক্তব্য, কলেজের পড়াশোনা চলাকালেই বহু ছাত্রছাত্রী, শিক্ষক মোবাইলের পিছনে বহুমূল্য সময় খরচ করছেন বলে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই মন্ত্রিসভার আলাপ-আলোচনা সহ সব সরকারি বৈঠকে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। সরকারি বৈঠকের মধ্যেই কিছু মন্ত্রী, পদস্থ আমলা-অফিসাররা হোয়াটসঅ্যাপে মেসেজ পড়ায় ব্যস্ত, এটা দেখেই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন।