কলকাতা: তুর্কমেনিস্তানে করোনাভাইরাস পৌঁছয়নি। ভিড়ে ঠাসা স্টেডিয়ামে অন্যান্যবারের মতই শুরু হয়ে গেল তাদের ফুটবল সিজন।

বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশই শুধু আছে, যেখানে এখনও থাবা বসায়নি করোনা। মধ্য এশিয়ার এই দেশ তাদের অন্যতম। মার্চে অন্যান্য দেশের মত তারাও তাদের ৮ দলের ফুটবল লিগ করোনার ভয়ে সাসপেন্ড করে দেয় , মাত্র তিনটি ম্যাচই হতে পেরেছিল তার আগে। এক মাস পর তুর্কমেন প্রশাসন ঠিক করে, ফুটবল সিজন ফের শুরু করবে তারা। আন্তর্জাতিক দুনিয়ার নিষেধ ও আশঙ্কার বার্তা অগ্রাহ্য করে ফুটবল ফিরল তুর্কমেনিস্তানের মাঠে। রাজধানী আসগাবাতে গতকাল প্রথম ম্যাচ খেলেছে গতবারের চ্যাম্পিয়ন দল আলতিন আসির তালিকায় শীর্ষে থাকা কোপেতদাগের বিরুদ্ধে।

ফুটবলপ্রেমীরা জানাচ্ছেন, তাঁদের ভিড়ভাট্টায় যেতে একটুও ভয় নেই, ফুটবল দেখার আনন্দ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। অনেকের আবার প্রশ্ন, আমাদের দেশে তো করোনা আসেনি, তাহলে কেন এখানে ফুটবল হবে না?

তুর্কমেনিস্তানের মত আরও ২ প্রাক্তন সোভিয়েত ভূখণ্ড তাজিকিস্তান ও বেলারুশ পেশাদার ফুটবল লিগ শুরু করেছে। এর মধ্যে বেলারুশে ইতিমধ্যেই ৪,৭৭৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তা সত্ত্বেও তারা ভিড় ভর্তি স্টেডিয়ামে ফুটবল লিগ শুরু করায় বিদেশে প্রচণ্ড সমালোচিত হয়েছে। তাজিকিস্তানে অবশ্য খেলা দেখানো হয়েছে অনলাইনে, স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়া হয়নি। তবে তাদের স্বৈরাচারী শাসককুলেরও দাবি, তুর্কমেনিস্তানের মত তাজিকিস্তানেও কোনও করোনা আক্রান্ত নেই।

এর আগে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে তুর্কমেনের সরকারি কর্মীরা গণ শারীরিক কসরতে অংশ নেন, ছিলেন দেশের প্রেসিডেন্টও। তা আবার টেলিবিশনে সম্প্রচারিত হয়। ফলে প্রশ্ন ওঠে, তুর্কমেন সরকার এই অতিমারীকে আদৌ গুরুত্ব দিচ্ছে কিনা।