নয়াদিল্লি: ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনে স্ত্রীর কাছে ভরণপোষণ বাবদ অর্থ দাবি করে আইনি জয় পেলেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের পরিবার আদালতে ওই ব্যক্তি দাবি করেন, স্ত্রীকে মাসে ভরণপোষণের অর্থ দিতে হবে তাঁকে। পরিবার আদালত তাঁর দাবি মেনে বলেছে, স্ত্রী মাসে ১০০০ টাকা করে ভরণপোষণ বাবদ দেবেন তাঁকে।
সাধারণতঃ বিবাহবিচ্ছিন্না মহিলারা স্বামীদের কাছ থেকে খোরপোশ পান। এক্ষেত্রের বিপরীত হচ্ছে।
বহু বছর ধরে আলাদা থাকেন ওই দম্পতি। ২০১৩ সালে ওই ব্যক্তি পরিবার আদালতে পিটিশন পেশ করে স্ত্রীর কাছে ভরণপোষণের অর্থ দাবি করেন। পরিবার আদালতের বিচারক দাবি মঞ্জুর করে জানান, ওই ব্যক্তির স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, মাসে ১২০০০ টাকা পেনশন পান। তাই স্বামীকে মাসে ১০০০ টাকা করে ভরণপোষণ বাবদ ভাতা দেবেন তিনি।