নয়াদিল্লি: করোনা আবহে এখনও স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক বিমান চলাচল। এদিকে এর মধ্যে আমেরিকার বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্সের একটি চলন্ত উড়ানেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বিমানের মধ্যেই মারা গেলেন এক মহিলা যাত্রী। যিনি কোভিড পজিটিভও ছিলেন।


ঘটনাটি গত ২৪ জুলাইয়ের। বর্তমানে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে এনেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। সূত্রের খবর, ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য লাস ভেগাস থেকে স্পিরিট এয়ারলাইন্সের বিমানে চড়েন ৩৮ বছরের ওই মহিলা। যদিও সেই সময় তাঁর শরীরে কোনও করোনা উপসর্গ দেখা যায়নি। কিন্তু বিমান চলতে শুরু করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ওই মহিলার ভয়ঙ্কর শ্বাসকষ্ট শুরু হলে জরুরি ভিত্তিতে বিমানটিকে নিউ মেক্সিকোর আলবুকার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করানো হয়।

বিমান বন্দরের স্বাস্থ্যকর্মীরা জরুরি ভিত্তিতে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করলেও তাতে বিশেষ ফল মেলেনি। বিমান সংস্থার বয়ান অনুযায়ী, সবরকম চেষ্টা করা হলেও অবতরণের কিছু সময়ের মধ্যেই মারা যান ওই মহিলা।

যদিও সেই সময়ে তার করোনা সংক্রমণের কথা জানা যায়নি বলেই খবর। পরবর্তীকালে এই ঘটনার তদন্ত চলাকালীন ডালাস কাউন্টি বিচারকের কার্যালয়ের তরফে জানানো হয়, বেশ কিছু গুরুতর মেডিক্যাল ট্রিটমেন্টের মধ্যে ছিলেন ওই মহিলা। তারপরই সমস্ত রিপোর্ট যাচাইয়ের পর জানা যায়, করোনার কারণেই আচমকা শ্বাসকষ্ট বেড়ে যাওয়াতে মৃত্যু হয়েছিল ওই মহিলার।

এদিকে চলন্ত বিমানে করোনা আক্রান্তের মৃত্যু খবরে প্রশ্ন উঠছে, বাকি যাত্রীদের নিরাপত্তা নিয়েও। কীভাবে সমস্ত মেডিকেল রিপোর্ট যাচাই না করে ওই মহিলাকে বিমানে উঠতে দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। যা নিয়ে রীতিমতো চাপে আমেরিকার নামী বিমান পরিবহন সংস্থা।