নয়া দিল্লি: ফের বিতর্কে তাজমহল (Taj Mahal)। বৃহস্পতিবার তাজমহল চত্বরের মসজিদে নমাজ (Namaz) পড়ার জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে। আগ্রার (Agra) পুলিশ সুপার (Police Super) বিকাশ কুমারের মতে, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজন হায়দরাবাদের (Hyderabad) এবং একজন আজমগড়ের। অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশের তরফে জানান হয়েছে।                                                                                 

  


তাজমহলের মূখ্য দরজার পশ্চিম দিকে শাহী মসজিদ রয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি শুক্রবার সমস্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে তাজমহল। শুধুমাত্র দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত নমাজ পড়ার জন্য খুলে দেওয়া হয় তাজমহল। সূত্রের খবর অনুযায়ী, ঘটনার দিন অর্থাৎ গতকাল, বুধবার ওই চার অভিযুক্ত মসজিদে নিয়মের বিরুদ্ধে গিয়ে নমাজ পড়ে। যদিও এএসআই-এর তরফে শুধুমাত্র শুক্রবারই নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে।


 






আরও পড়ুন, ‘পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক, আরও বেশি করে যোগদান করুন', আহ্বান মমতার


আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং সিআইএসএফ-এর আধিকারিকরা অভিযুক্তদের দেখতে পেয়েই পুলিশকে জানিয়েছিল এই ঘটনা। যদিও অনেকে জানিয়েছে, তাজমহলের মসজিদে নমাজ পরার ওপর নিষেধাজ্ঞা এর আগে কখনও শোনা যায়নি। এক গাইড জানায় যে অভিযুক্তরা হয়ত জানতেন না এই নিয়মের কথা। সেখানে নোটিস বোর্ড নেই বলেই অনেকে অভিযোগও করেছেন।