নিষেধ জারি, পানমশলা তৈরি, বিক্রি কিছুই চলবে না উত্তরপ্রদেশে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2020 09:23 PM (IST)
১১ জনকে চিকিত্সার পর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে, কোনও মৃত্যুর খবর নেই উত্তরপ্রদেশে। সারা দেশে সংখ্যাটা বুধবার ৬০০ ছাড়িয়েছে।
লখনউ: দেশে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই পানমশলা উত্পাদন, বিপনন ও বিক্রি নিষিদ্ধ করল উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ সরকারের জারি করা প্রশাসনিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ জারি হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কমিশনার মিনিস্থি এসের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পান মশালা চিবিয়ে থুতু ফেললে তা থেকে কোভিড ১৯ ছড়ায়। এক বিদেশিসমেত অন্তত ৩৫ জন উত্তরপ্রদেশে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। তবে ১১ জনকে চিকিত্সার পর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে, কোনও মৃত্যুর খবর নেই উত্তরপ্রদেশে। সারা দেশে সংখ্যাটা বুধবার ৬০০ ছাড়িয়েছে। তবে কি রাজ্যে করোনাভাইরাসের দাপট ভয়াবহ না হলেও তার ভয় দেখিয়ে গুটখা,পানমশলার মতো নেশার সামগ্রীর ব্যবহার রুখতে চাইছে যোগী সরকার?