কলকাতা: করোনার প্রকোপ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। পশ্চিমবঙ্গেও বন্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট। মিলছে শুধু জরুরি পরিষেবা। এমন অবস্থায় বিপদে পড়েছেন দুঃস্থরা। দুবেলা ভাতের সংস্থান করাই তাঁদের কাছে এখন সবচেয়ে কঠিন পরীক্ষা।


রাজ্যের গরীব ও দুঃস্থদের অন্ন সংস্থানের জন্য এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ৫০ লক্ষ টাকা মূল্যের চাল দান করবেন। সৌরভ জানিয়েছেন, করোনা সংকট কাটাতে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে দুঃস্থদের রাখার ব্যবস্থা করছে সরকার। তাঁদের পাতে দুবেলা ভাতের জোগান দিতেই এই মহৎ উদ্যোগ সৌরভের। তাঁর এই উদ্যোগ দেখে রাজ্যের আরও অনেকে এগিয়ে এলে করোনার সঙ্গে মোকাবিলা করা সহজ হবে বলে মনে করেন বোর্ড প্রেসিডেন্ট। সৌরভের উদ্যোগ সব মহলেই প্রশংসিত হচ্ছে।

অন্যদিকে, করোনা মোকাবিলার জন্য রাজ্যকে ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সংস্থার প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, ‘নোভেল করোনা ভাইরাসের হামলায় আমরা গোটা বিশ্বেই সম্ভবত অন্ধকারতম অধ্যায় দেখছি। ক্রিকেট শুধু খেলা নয়। মানবিকতার মঞ্চও। আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সেই জন্যই সিএবি ২৫ লক্ষ টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে। সকলে মিলে এই দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’ তিনি ব্যক্তিগতভাবেও ৫ লক্ষ টাকা ত্রাণ তহবিলে অনুদান হিসাবে দিয়েছেন।