নয়াদিল্লি: বিবাহবহির্ভূত সম্পর্ক থাকলে শাস্তি পেতে পারেন উত্তরপ্রদেশের পুরুষরা, তেমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দু পুরুষরাও রেহাই পাবেন না, হুঁশিয়ারি যোগীর।
তিন তালাকের শিকার মহিলাদের জন্য একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান আদিত্যনাথ।
একটি সভায় ভাষণ দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, তিল তালাক সংক্রান্ত সমস্যার শিকার মহিলাদের পাশে আছে তাঁর সরকার। যোগী আদিত্যনাথ নির্যাতিতাদের ৬ হাজার টাকা করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন ।
মোদি সরকারের তিন তালাক বিরোধী আইন চালু হওয়ার পর উত্তরপ্রদেশে প্রায় ২১৬ টি এফআইআর দায়ের হয়েছে।
যোগী সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তিন তালাক প্রথার শিকার মহিলাদের বাড়ি না থাকলে দেওয়া হবে মাথার উপর ছাদও। তাঁদের সন্তানদের শিক্ষার খরচও চালাবে সরকার। আয়ুষ্মান যোজনায় তাঁদের চিকিত্সা সংক্রান্ত খরচও বহনও করা হবে। এছাড়াও তাঁদের আরও সুবিধে দেওয়ার কথা ভাবছে সরকার, ঘোষণা যোগীর।
এর আগে দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপযাপনের একটি অনুষ্ঠানে সরকারের কিছু উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করতে গিয়ে যোগী বলেন আরএসএসের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের স্বপ্ন সার্থক হল।