নয়াদিল্লি: ‘হাউডি মোদি’তে এখনও যেন আচ্ছন্ন হয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এতটাই যে, নরেন্দ্র মোদিকে এবার ‘ভারতের জনক’ ও ‘মহান নেতা’ বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট।


নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিয়ে ট্রাম্প বলেছেন, ‘উনি (মোদি)ভীষণ ভদ্র লোক। মহান নেতা। আমার মনে পড়ে ভারত আগে বেশ ছন্নছাড়া ছিল। অনেক অমত, লড়াই আর উনি গোটা দেশটাকে এক সূত্রে বেঁধেছেন। যেমনভাবে একজন বাবা সকলকে একসঙ্গে ধরে রাখেন। হয়তো উনি ভারতের জনক। আমরা ওঁকে ভারতের জনক বলতে পারি।’

প্রসঙ্গত, দিনকয়েক আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের স্ত্রী অম্রুতা প্রধানমন্ত্রী মোদিকে 'দেশের জনক' বলেছিলেন। যা নিয়ে তুমুল বিতর্কও হয়েছিল।

হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মোদি ও ট্রাম্প – দুই রাষ্ট্রনায়কের সুসম্পর্ক গোটা বিশ্বের নজরে পড়েছিল। তারপরই ট্রাম্পের মুখে মোদির উচ্ছ্বসিত প্রশংসা। ভারতীয় প্রধানমন্ত্রীকে এলভিস প্রেসলি-র সঙ্গেও তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রপুঞ্জের ৭৪তম অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে। তরপর সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেছেন, ‘হিউস্টনের অনুষ্ঠান দারুণ প্রাণবন্ত ছিল। আর আমার ডানদিকে বসে থাকা এই ভদ্রলোককে ওঁরা ভালবাসেন। সকলে ওঁর জন্য উন্মত্ত। ঠিক যেরকম এলভিসকে নিয়ে হত। উনি যেন এলভিসের ভারতীয় সংস্করণ। যেন মনে হচ্ছিল এলভিস ফিরে এসেছেন। ওঁরা আপনাদের প্রধানমন্ত্রীকে ভালবাসেন।’

ট্রাম্প যোগ করেছেন, ‘মোদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যতটা ভাল হওয়া সম্ভব ঠিক ততটাই ভাল। আমি ওঁকে ভীষণ শ্রদ্ধা করি, পছন্দ করি, প্রশংসা করি। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে অসাধারণ কাজ করেছেন।’


একে অপরের প্রশংসায় মোদি বা ট্রাম্প – কেউই কখনও কার্পণ্য করেননি। মোদি আগে বলেছেন হোয়াইট হাউসে ভারতের এক বন্ধু থাকেন। ট্রাম্পও মোদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম বন্ধুদের একজন হিসাবে বর্ণ। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত সভায় মোদির বক্তৃতা শুনতে আচমকাই হাজির হয়ে গিয়েছিল ট্রাম্প। সেই সুসম্পর্কের রসায়নই আবার প্রতিফলিত হল ট্রাম্পের বক্তব্যে।