নয়াদিল্লি: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে উত্তরপ্রদেশের যোগী সরকার উৎপাদন ক্ষেত্রে শ্রমিকদের কাজের সময় ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করার নির্দেশ তুলে নিল। কিছুদিন আগে,গুজরাত, মধ্যপ্রদেশকে অনুসরণ করে, করোনা পরিস্থিতিতে উৎপাদনের হার বাড়ানোর চেষ্টায় শ্রম আইনের বেশির ভাগ অংশই বদলে দেয় যোগী সরকার। ৮ মে সরকারি নির্দেশিকায় বলা হয়, কাজের সময় ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করার এবং সাপ্তাহিক কাজের সময় মোট ৪৮ ঘন্টা থেকে বাড়িয়ে ৭২ ঘন্টা করা হচ্ছে।
কিন্তু এরপর রাজ্যজুড়ে শ্রমিক অসন্তোষ শুরু হয়। বিভিন্ন সংগঠনগুলি বিরোধিতা করে এই নতুন নিয়মের।
করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা এড়ানোর উদ্দেশ্যে যোগী সরকার কাজের সময় বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির চেষ্টায় শ্রম আইন সংশোধন করে। রাজ্য সরকার বিবৃতি দিয়ে তারপর বলে, অর্থনীতিকে জায়গায় ফেরাতে নতুন শিল্প এবং বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। শ্রম আইনের আওতা থেকে বেশিরভাগ শিল্প এবং বাণিজ্যকে ছাড় দিলেও মহিলা এবং শিশু শ্রমের বিরোধিতায় তৈরি আইন, ক্রীতদাস প্রথা বর্জন আইন, ক্ষতিপূরণ আইনের মতো কয়েকটি ক্ষেত্রকে শ্রম আইনের মধ্যে রাখা হয়েছে।
১২ ঘণ্টা নয়, ৮ ঘণ্টাই উৎপাদন ক্ষেত্রে কাজের সময়, আদালতের নির্দেশে পিছু হঠল যোগী সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2020 05:46 PM (IST)
রাজ্যজুড়ে শ্রমিক অসন্তোষ শুরু হয়। বিভিন্ন সংগঠনগুলি বিরোধিতা করে এই নতুন নিয়মের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -