গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাথা, মুখ বিকৃত, উত্তর প্রদেশের ভাদোহিতে ১৪ বছরের কিশোরীর দেহ উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Oct 2020 08:03 AM (IST)
ফরেনসিক বিশেষজ্ঞ ও ক্রাইম ব্রাঞ্চ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্তের সূত্র সংগ্রহ করছেন।
কানপুর: হাথরস, বলরামপুর ধর্ষণ-হত্যা নিয়ে মুহ্যমান দেশবাসীর জন্য ফের এক ভয়াবহ খবর। উত্তর প্রদেশের ভাদোহি থেকে এক ১৪ বছরের কিশোরীর বিকৃত দেহ উদ্ধার হয়েছে। তার মাথা গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাথর দিয়ে, বিকৃত হয়ে গিয়েছে মুখ। জানা গিয়েছে, মেয়েটি দলিত পরিবারের, বাড়ি গোপীগঞ্জ থানার চকরাজারাম তিওয়ারিপুর গ্রামে। প্রাকৃতিক কারণে পাশের মাঠে গিয়েছিল সে, তখন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায়। বাড়ির লোকের সন্দেহ, মৃত্যু আগে তাকে ধর্ষণ করা হয়েছিল। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞ ও ক্রাইম ব্রাঞ্চ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্তের সূত্র সংগ্রহ করছেন। পুলিশ সুপারিটেন্ডেন্ট রাম বদন সিংহ বলেছেন, ধর্ষণ করে খুনের সম্ভাবনা মাথায় রেখেই তদন্ত করছেন তাঁরা।