নয়াদিল্লি: দেশের কোভিড টিকাকরণের সংখ্যায় সবার ওপরে স্থান পেল যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। একা ৭.৪ কোটি ভ্যাক্সিন নিয়েছে ইউপি। তবে করোনা টিকার দুটো ডোজ নেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের নাম। এমনই বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট। 


দেশের ভ্যাকসিনেশনের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত ভারতে সব মিলিয়ে ৬৪.৪৩ কোটি মানুষ টিকা পেয়েছেন। এর মধ্যে ১৪.৫৮কোটি ভারতবাসী কোভিড টিকার দু'টো ডোজ নিয়েছেন। অর্থাৎ টিকাকরণের পুরো ডোজ কমপ্লিট করেছেন ২৩ শতাংশ দেশবাসী।স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশে দুটো ভ্যাকসিনের ডোজ নিতে পেরেছেন কেবল ১৬ শতাংশ (১.১৩ কোটি ইউপিবাসী)। এই তালিকায় সবার ওপরে রয়েছে মহারাষ্ট্রের নাম। ৫.৭১ কোটি টিকা প্রাপকের মধ্যে ১.৫৪ কোটি রাজ্যবাসীকে দুটো ডোজ দিতে পেরেছে মহারাষ্ট্র।


টিকাকরণের তালিকা বলছে, ইতিমধ্যেই ৪.৫৫ কোটি গুজরাতবাসীকে টিকা দিতে পেরেছে গুজরাত সরকার। যার মধ্যে দুটো ভ্যাকসিন নেওয়ার তালিকায় রয়েছে ১.১৩ কোটি গুজরাতবাসী। দুটো ডোজ নেওয়ার তুলনায় উত্তরপ্রদেশের থেকে এগিয়ে রয়েছে গুজরাত। যোগীর রাজ্য থেকে ২৭,৮৭৮ জন বেশি ডুয়েল ডোজ নিতে পেরেছে গুজরাতে।


যেসব রাজ্য এখনও পর্যন্ত ভ্যাকসিনেশনের ডুয়েল ডোজের সংখ্যায় ১ কোটি ছাড়িয়েছে, তাদের মধ্যে নাম রয়েছে পশ্চিমবঙ্গের। ১.১১ কোটি রাজ্যবাসী বঙ্গে দুটো টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। এই তালিকায় নাম রয়েছে রাজস্থান (১.০৬ কোটি) ও কর্ণাটকের (১ কোটি)। পরিসংখ্যান বলছে, অগাস্টে কোভিড টিকাকরণের নিরিখে সবার ওপরে নাম রয়েছে উত্তরপ্রদেশের। দিনে গড়ে রাজ্যে ৭.৬ লক্ষ মানুষ টিকা নিয়েছেন।


সম্প্রতি দেশে দৈনিক কোভিড টিকাকরণে নজির গড়েছে ভারত। এক দিনে এক কোটি টিকা(India Administers 1 Crore COVID Vaccine) পেয়েছে দেশবাসী। এরকম একটা দিনে দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi)।


কোভিড টিকাকরণের বিপুল সাফল্যের পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লেখেন, '' রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।''