কলম্বো: ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজও। শ্রীলঙ্কার টি ২০ দলে প্রত্যাবর্তন ঘটল তাঁর।
একটা সময় শ্রীলঙ্কার টি ২০ দলের অধিনায়কও ছিলেন ম্যাথিউজ। কিন্তু ২০১৮-র অগাস্টের পর চোট ও ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে তিনি শ্রীলঙ্কা দলের হয়ে কোনও টি ২০ ম্যাচ খেলেননি।
শ্রীলঙ্কা ক্রিকেট আরও জানিয়েছে, ফাস্ট বোলার নুয়ান প্রদীপ অনুশীলনের সময় চোট পাওয়ায় ভারত সফরের দল থেকে ছিটকে গিয়েছেন। দলের অধিনায়ক সিনিয়র পেসার লাসিথ মালিঙ্গা।
শ্রীলঙ্কা দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), ধনুষ্কা গুণতিলক, আভিস্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলে ম্যাথিউজ, দাসুন শনাকা, কুশল পেরেরা, নিরোশন ডিকওয়েলা, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপক্ষে, ওশাডা ফার্নান্ডো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লকশন সান্দাকান, কাসুন রজিথা
ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার, ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ
ABP Ananda webdesk
Updated at:
02 Jan 2020 11:00 AM (IST)
ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজও। শ্রীলঙ্কার টি ২০ দলে প্রত্যাবর্তন ঘটল তাঁর।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -