লখনউ: উত্তরপ্রদেশের গাজিপুরে গ্যাংস্টার-রাজনৈতিক নেতা মুখতার আনসারির স্ত্রী, ছেলেদের মালিকানাধীন হোটেল ‘গজল’ রবিবার ভেঙে গুঁড়িয়ে দিল রাজ্য প্রশাসন। মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বসপা) নেতা-বিধায়ক মুখতারের বউ, ছেলেদের হোটেলটি বেআইনি নির্মাণ বলে অভিযোগ ছিল। গাজিপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রভাস কুমারের দাবি, প্রথম তলে নির্মিত হোটেলের মানচিত্র অনুমোদিত হয়নি। হোটেল মালিকদের বেআইনি কাঠামোটি সরাতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হলে তাঁদের বলা হয় জেলা ম্য়াজিস্ট্রেটের কাছে আবেদন করতে। কুমার জানিয়েছেন, আবেদনের ১০ দিনের নিষ্পত্তি করতে বলা হয়েছিল জেলা ম্যাজিস্ট্রটকে। তিনি শনিবারই হোটেল মালিকদের আবেদন খারিজ করেন। রবিবার সকালেই হোটেল ভেঙে দেওয়া হয়।
বসপা নেতা তথা গাজিপুরের এমপি আফজল আনসারি জনসাধারণের নজর ঘোরাতে, নিজেদের ‘ব্যর্থতা’ ঢাকতে যোগী আদিত্য়নাথ সরকারের বিরুদ্ধে ‘প্রতিশোধস্পৃহা’র অভিযোগ তুলেছেন। বলেছেন, ভাই (বসপা বিধায়ক) মুখতার আনসারি সহ আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উত্তরপ্রদেশ সরকার। গাজিপুরে আজ হোটেল ভেঙে দেওয়া তার সর্বশেষ উদাহরণ। কাঠামো ভাঙা সংক্রান্ত সাংবিধানিক রীতি-নিয়ম উত্তরপ্রদেশ সরকার উপেক্ষা করছে বলে অভিযোগ করে আফজল বলেন, নির্ভয়া গণধর্ষণ-খুন মামলায় ঘোষিত দোষীরাও স্থানীয় আদালত থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ পেয়েছিল।
এর আগে গত দু মাসে বর্তমানে জেলবন্দি মুখতারের এক সাগরেদের ৯৫ লক্ষ টাকা অর্থমূল্যের দুটি সম্পত্তিও বাজেয়াপ্ত করে উত্তরপ্রদেশ পুলিশ।
উত্তরপ্রদেশে গ্যাংস্টার-বসপা বিধায়কের হোটেল ভেঙে দিল যোগী প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2020 08:59 PM (IST)
গাজিপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রভাস কুমারের দাবি, প্রথম তলে নির্মিত হোটেলের মানচিত্র অনুমোদিত হয়নি। হোটেল মালিকদের বেআইনি কাঠামোটি সরাতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -