লখনউ: বিয়ের দিন সাধারণত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে প্রচুর ব্যস্ততার মধ্যেই কাটে বর ও কনের। এরইমধ্যে উত্তরপ্রদেশের এক দম্পতি তাঁদের বিয়ের দিন এমন এক কাজ করলেন, যার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাঁরা এক শিশুর জীবন বাঁচানোর জন্য রক্তদান করলেন। পুরো ঘটনা ট্যুইটারে পোস্টের মাধ্যমে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী আশিষ মিশ্র। যাঁদের প্রয়োজন, তাঁদের সঙ্গে রক্তদাতাদের সম্পর্ক সাধনের জন্য তাঁর ‘পুলিশ মিত্র’ উদ্যোগ এই ঘটনা সম্ভবপর করে তুলেছে।
ট্যুইটারে শেয়ার করা পোস্টে মিশ্র নবদম্পতির প্রশংসা করেছেন। বিয়ের বেশে নববিবাহিত যুগলের রক্তদানের ছবিও তিনি ট্যুইটারে শেয়ার করেছেন। ছবিতে বরকে রক্তদান করতে দেখা গিয়েছে। তাঁর পাশে দাড়িয়ে কনের পোশাকে ওই যুবকের স্ত্রী।


পুলিশ কর্মী আশিষ মিশ্র ট্যুইটারে ছবি শেয়ার করে লিখেছেন, 'মেরা ভারত মহান। 
এক শিশুর রক্তের প্রয়োজন ছিল। কিন্তু রক্তদানের জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। কারণ, ও অন্য কারুর সন্তান। নিজের হলে হয়ত রক্তদান করতেন। কিন্তু বিয়ের দিন এই যুগল রক্তদান করে শিশুর জীবন রক্ষা করলেন'। 




উল্লেখ্য, আশিষ মিশ্রর পুলিশ মিত্র উদ্যোগের মাধ্যমে রক্তদাতাদের সঙ্গে যাঁদের রক্তের প্রয়োজন, তাঁদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়, যাতে সংকটাপন্নের জীবন রক্ষা পায়। 
নব বিবাহিত দম্পতির এই কাজ সোশ্যাল মিডিয়ায় প্রশংসা আদায় করে নিয়েছে। শুধু প্রশংসাই নয়, তাঁদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ ও উৎসাহকেও কুর্ণিশ করছেন নেটিজেনরা। 
নেটিজেনরা এ ব্যাপারে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন নবদম্পত্তিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, অসাধারণ কাজ। 
জানা গেছে, আশিষ মিশ্র ২০১৭ থেকে পুলিশ মিত্র উদ্যোগ শুরু করেন।