৬ বছর আগে মৃত, উত্তর প্রদেশ পুলিশ পাঠাল নাগরিকত্ব আইনের প্রতিবাদে সংঘর্ষের অভিযোগে নোটিস
ABP Ananda, Web Desk | 02 Jan 2020 10:17 AM (IST)
বন্নে খান ছাড়াও নোটিস পাঠানো হয়েছে ৯০ বছর বয়স্ক সুফি আনসার হুসেনকে।
লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় শান্তিভঙ্গের অভিযোগে ২০০ জনকে নোটিস পাঠিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। আর এবার প্রশ্ন উঠছে পুলিশের কার্যপদ্ধতি নিয়ে। অভিযোগ, তারা এমন এক ব্যক্তির বিরুদ্ধে নোটিস পাঠিয়ে দিয়েছে, যিনি ৬ বছর আগে মারা গিয়েছেন। মৃতের নাম বন্নে খান। ফিরোজাবাদ পুলিশ তাঁকে সিটি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার নোটিস দিয়েছে। এতেই শেষ নয়, বলেছে, ১০ লাখ টাকার বিনিময়ে তাঁকে জামিন নিতে হবে। বন্নে খান ছাড়াও নোটিস পাঠানো হয়েছে ৯০ বছর বয়স্ক সুফি আনসার হুসেনকে। গত ৫৮ বছর ধরে জামা মসজিদে কাজ করছেন তিনি। নোটিস পেয়েছেন ৯৩ বছরের সমাজকর্মী ফসাহত মির খাঁও। ২০ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় হিংসার আশ্রয় নেওয়া ২০০ ব্যক্তির নাম ঠিকানা বার করে তাদের বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে পুলিশ। অভিযোগ করেছে, তাদের জন্য রাজ্যের নিরাপত্তা সঙ্কটে।