মথুরা: মঙ্গলবার স্বাধীনতা দিবসে (Independence Day) উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরার (Mathura) বাঁকে বিহারী মন্দিরের (Banke Bihari Temple) কাছে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছে। তিনতলা বাড়ির বারান্দা ও দেয়াল ধসে প্রায় ১২ জন আহত হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট পুলকিত খারে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আহতদের চিকিৎসার জন্য বৃন্দাবনের সাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁকে বিহারী মন্দিরের কাছে অবস্থিত দোতলা বাড়ির উপরের অংশটি খুবই জরাজীর্ণ হয়ে পড়েছিল। আজ আচমকাই বাড়ির উপরের অংশটি মুহূর্তে ধসে পড়ে। ওই বাড়ির নিচে থাকা ১১ জন চাপা পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাঁকে বিহারী মন্দির থেকে মাত্র ১০০মিটার দূরে স্নেহবিহারী জি মন্দিরের কাছে বৃন্দাবন কোতোয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, এখানে দোসায়াত এলাকায় বিষ্ণু শর্মার একটি পুরনো দোতলা বাড়ি রয়েছে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে টুইট করা হয়েছে, "মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মথুরা জেলার পুরাতন ভবন ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। এছাড়াও, যোগী অবিলম্বে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ডিএম পুলকিত খারে জানান, পুরনো ভবনের বারান্দা ও দেয়াল ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। পাশাপাশি তিনি বলেন, তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে, তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ফলে এই জেরেও এমনটা হতে পারে বলে জানান হয়েছে।