বিহার: ভালবেসে লোকে কি না করে! আবার উল্টোটাও ঠিক। প্রেমে প্রতাড়িত হলে এমন কিছু কাজ করে যা চিন্তারও অতীত। এবার এমনই একটি ঘটনা ঘটল বিহারে (Bihar)। পটনা স্টেশন (Patna Railway Station) উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন 'প্রেমে প্রতাড়িত' এক প্রেমিক। যদিও তাঁকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।                                  


কী ঘটনা? 


বিহার পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম রাজেশ কুমার রঞ্জন। তাঁর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। সেই রাগে পটনা  রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি ফোন করেছিলেন তিনি। যদিও পালিয়ে যেতে পারেননি তিনি। সংবাদমাধ্যম এএনআইকে বিহার (রেল) এসপি অম্রিতেন্দু শেখর ঠাকুর বলেন, রাতেই এই উড়ো-হুমকি ফোন করেছিলেন রাজেশ। তাঁর বউ প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। সেই রাগ থেকেই এই কাজ করেছিলেন তিনি। স্টেশন চত্বর থেকেই রাজেশকে গ্রেফতার করা হয়েছিল। 


পটনা রেল স্টেশন উড়িয়ে দেওয়ার ফোন পেতেই সতর্ক হয়েছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং জেনারেল রেলওয়ে পুলিশ (জিআরপি)। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা স্টেশন চত্বরে তল্লাশি চালান। অফিসাররান প্ল্যাটফর্মের পাশাপাশি ট্রেন এবং যাত্রীদের ব্যাগেজও তল্লাশি করেন। তল্লাশি অভিযানে আরপিএফকে সহায়তা করার জন্য বোম্ব স্কোয়াড এবং কুকুর নিয়ে আসা হয়েছিল।           


আরপিএফ এর ইন্সপেক্টর বিপিন চতুর্বেদী বলেন, পটনা জংশন রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি কল পেয়ে আমরা অবিলম্বে সমস্ত প্ল্যাটফর্ম, ওয়েটিং হল, রেস্ট রুম, ওয়াশরুম, ক্লক রুম, পার্কিং এরিয়া ছাড়াও বোর্ড ট্রেনে যাত্রীদের লাগেজ ছাড়াও তল্লাশি অভিযান শুরু করি। সেই সময় কিছুই পাওয়া যায়নি।






এর আগেও পটনা রেলওয়ে স্টেশনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। গত বছরের ডিসেম্বরে, জংশনে একটি বোমা লাগানোর একটি কল করা হয়েছিল কিন্তু আরপিএফ অ্যাকশনে নেমে তদন্ত শুরু করার পরে এটি একটি প্রতারণা বলে প্রমাণিত হয়েছিল।