মুম্বই: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ১৯১৯ এর ব্রিটিশ জমানার রাওলাট আইনের সঙ্গে তার তুলনা করলেন উর্মিলা মাতন্ডকর। তবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ভুল বলেছেন।
১৯৩৯ থেকে ১৯৪৫ এর মধ্যে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর মহাত্মা গাঁধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন বলিউড অভিনেত্রী, কয়েক মাস আগে কংগ্রেস ত্যাগ করা উর্মিলা বলেন, ১৯১৯-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা বুঝতে পারে ভারতে ক্ষোভ, অসন্তোষ ছড়াচ্ছে, যা ক্রমশ বাড়তে পারে। তাই তারা একটা আইন এনেছিল, যা পরিচিত রাওলাট আইন বলে। সংশোধিত নাগরিকত্ব আইন ও রাওলাট আইন, দুটোই ইতিহাসে কালো আইন বলে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সিএএ ‘গরিব ও মুসলিম-বিরোধী’ বলেও দাবি করেন তিনি।
রাওলাট আইন পাশ হয়েছিল তত্কালীন লেজিসলেটিভ কাউন্সিলে। তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, এহেন সন্দেহ হলেই ব্রিটিশ সরকারকে যে কাউকে গ্রেফতার করে বিনা ন্যয়বিচারে জেলে পুরে রাখার ক্ষমতা দেওয়া হয় ওই আইনে।
উর্মিলা মহাত্মা গাঁধী সম্পর্কে বলেন, কোনও একটি দেশের নয়, গাঁধীজি গোটা বিশ্বের নেতা ছিলেন। আমি তো মনে করি, কেউ যদি হিন্দু ধর্ম সবচেয়ে বেশি মেনে চলে থাকেন, তবে তিনি হলেন গাঁধীজি। যে মহাত্মা গাঁধীকে হত্যা করেছিল, সে মুসলিম বা শিখ, কোনওটাই ছিল না। সে ছিল হিন্দু। আমার এ নিয়ে আর বেশি কিছু বলার নেই।
২০১৯ এর লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে হেরে যান উর্মিলা। সেপ্টেম্বরেই মুম্বই কংগ্রেসের মূল দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দল ছাড়েন তিনি।