ওয়াশিংটন: পাশ কাটানোর সময় হঠাৎই ধাক্কা জাহাজের। আমেরিকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত সেতু। গাড়িঘোড়া সমেত নদীর জলে ভেঙে পড়ল সেতুটি। সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা বন্দি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্য সামেন আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে দুর্ঘটনার ভিডিও। (US Bridge Collapse)


মঙ্গলবার আমেরিকার বাল্টিমোর শহরে এই ঘটনা ঘটেছে। সেখানে প্যালাপস্কো নদীর উপর দাঁড়িয়ে ছিল ফ্রান্সিস স্কট কি ব্রিজ। সিটিটিভি ফুটেজে যে দৃশ্য ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, একটি মালবাহী জাহাজ নদীপথ ধরে এগিয়ে আসছিল। সেতু গলে এগনোর সময় খানিকটা বাঁ দিক ঘেঁষে এগিয়ে যায় জাহাজটি। জাহাজের একটি স্তম্ভে ধাক্কা মারে। (Baltimore Bridge Collapse)


এর পর কয়েক মুহূর্তও কাটেনি, জাহাজটির উপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত সেতুটি। একেবারে গাড়িঘোড়া সমেত জলে গিয়ে পড়ে সেতুটি। তাই বহু মানুষও নদীতে গিয়ে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কেউ হতাহত হয়েছেন কি না এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।



আরও পড়ুন: Moscow Attack:নিহতের সংখ্যা বেড়ে ১৪৩, মস্কোর কনসার্ট হলে হামলার নেপথ্যে কে? রাশিয়ার দাবিতে ধন্দ


সিসিটিভি ফুটেজে যে দৃশ্য দেখা গিয়েছে, তাতে ভেঙে পড়ার সময় সেতুর উপর দিয়ে বেশ কিছু গাড়ি ছুটে যাচ্ছিল বলেই ঠাহর হচ্ছে। দুই প্রান্ত বাদ দিলে, সেতুর মাঝের পুরো অংশ, যা নদীর উপর দাঁড়িয়ে ছিল, তার গোটাটাই প্রায় ভেঙে পড়েছে। সেতুটি ভেঙে পড়ার পর আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীও চোখে পড়ে। জাহাজের উপর সেতুটি পড়ায় বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। 


বাল্টিমোর দমকল বিভাগের তরফে ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। বাল্টিমোর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বহুি মানুষ গাড়িসমেত জলে পড়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সময় রাত ১টা বেজে ৩৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। তাই গাড়ির সংখ্যা তুলনামূলক ভাবে কিছুটা কম ছিল বলে মনে করা হচ্ছে। 


১৯৭৭ সালে ফ্রান্সিস স্কট কি ব্রিজের উদ্বোধন হয়। বছরভর ওই সেতুর উপর দিয়ে ১ কোটির বেশি গাড়ি যাতায়াত করত। আমেরিকার শিল্পশহর বাল্টিমোরের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল সেতুটি।