নয়াদিল্লি : দিল্লি আবগারি দুর্নীতির মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজধানীর রাজপথ। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছেন আপ-সমর্থকরা। তারই মধ্যে ED হেফাজতে থেকেই দিল্লির বাসিন্দাদের পানীয় জলের সমস্যা সমাধানের নির্দেশ দেন কেজরিওয়াল। সাংবাদিক বৈঠকে সেই নির্দেশ পড়ে শোনান কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য অতিশী মারলেনা। মাঝে কেটেছে একটা দিন। হোলির পর মঙ্গলবার ব্যস্ত কর্মদিবসে আবার বিক্ষোভ উত্তাল উঠল রাজধানী। একদিকে আপ, আরেকদিকে বিজেপি। 


আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযানের পরিকল্পনা ছিল আপ-সমর্থকদের। ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল আপ। কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।  কিন্তু আপ কর্মী-সমর্থকরাও নিজেদের লক্ষ্যে অনড় ! তাই  পুলিশের সঙ্গে ধস্তাধস্তি , কথা কাটাকাটি, অশান্তি শুরু হয়ে যায় তাদের। টেনে-হিঁচড়ে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয় প্রতিবাদীদের। 






কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সকাল থেকেই রাজধানীর রাস্তায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয় প্রধানমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর রাস্তা। লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশনে ঢোকা-বেরনোর সমস্ত গেট, প্যাটেল চক মেট্রো স্টেশনের একটি গেট এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের একটি গেটে নিরাপত্তা জোরদার করা হয়। পাঞ্জাবের আপ সরকারের এক মন্ত্রী-সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। কয়েকটি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। 


একদিকে আপ যখন এই গ্রেফতারির বিরোধিতায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে, তখন কেজরিওয়ালের ইস্তফার দাবিতে আজ পাল্টা পথে নেমেছে বিজেপি। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম থেকে দিল্লি সচিবালয় পর্যন্ত বিক্ষোভ-মিছিল করছে তারা। আপ এবং বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে গন্ডগোলের আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির একাধিক এলাকা।  


আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের পর, গত চারদিন ধরে ED-র হেফাজতেই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, একই মামলায় ধৃত KCR-কন্যা ও BRS নেত্রী কে কবিতা ও দিল্লির মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে।