নয়াদিল্লি: ভারত ও চিনের সীমান্ত সংঘাত সংক্রান্ত পরিস্থিতির দিকে নজর রেখে চলা হচ্ছে বলে জানাল আমেরিকা। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রতি তাদের সমর্থনের কথাও জানাল আমেরিকা।
উল্লেখ্য, লাদাখের গালওয়ান ভ্যালিতে সোমবারের চিনা হামলা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানাল ওয়াশিংটন। ভারত ২০ জন সেনা জওয়ানের মৃত্যুর কথা জানিয়েছে। অন্যদিকে, ভারতের পাল্টা জবাবে চিনের হতাহতের সংখ্যা ৪৩ বলে জানা গিয়েছে।
মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ইন্দো-চিন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।দুই দেশই উত্তেজনা কমানোর ইচ্ছাপ্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের প্রয়াসে পূর্ণ সমর্থন রয়েছে। ভারত ২০ জন সেনা জওয়ানের মৃত্যুর কথা জানিয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে আমেরিকা।২ জুন সীমান্তে ভারত-চিন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়।
চলতি সংঘাতের পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রক বলেছে, দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে মর্যাদাদান সংক্রান্ত সহমতের খেলাপ করেছে চিনা পক্ষ।
LIVE UPDATES: লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষ, হতাহত দুপক্ষের অন্তত ৬৩, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ
১৫ জুন রাতে এই সংঘাতের ঘটনা ঘটে। পূর্ব লাদাখে উত্তেজনা প্রশমনের সময় স্থিতাবস্থা চিনের বাহিনী এক তরফাভাবে বদলে দেওয়ার চেষ্টা করলে এই সংঘাত বেঁধে যায়।
দু’পক্ষের আলোচনায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলার ব্যাপারে যে ঐকমত্য হয়েছিল, চিন তা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের। ভারত এক্ষেত্রে দায়বদ্ধতা বজায় রেখেছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক।
যদিও চিনের দাবি সীমান্ত অতিক্রম করে ভারত দুই পক্ষের সহমতের লঙ্ঘন করেছে। ভারত চিনের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, নিহত ভারতীয় জওয়ানদের পরিবারকে সমবেদনা, প্রতিক্রিয়া আমেরিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2020 09:28 AM (IST)
ভারত ও চিনের সীমান্ত সংঘাত সংক্রান্ত পরিস্থিতির দিকে নজর রেখে চলা হচ্ছে বলে জানাল আমেরিকা। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রতি তাদের সমর্থনের কথাও জানাল আমেরিকা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -