নয়াদিল্লি: খালিস্তানপন্থী নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ। সেই মামলায় এবার আমেরিকার কোর্টে ডাক পড়ল ভারতের। ভারত তাঁকে হত্যার ছক কষছে বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খালিস্তানি নেতা গুরপতওয়ন্ত সিংহ পান্নুন নিজেই। সেই মামলা ভারত সরকারকে তলব করেছে আমেরিকার সাদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক কোর্ট। আগামী ২১ দিনের মধ্যে হলফনামাও চাওয়া হয়েছে। (Gurpatwant Singh Pannun Case)


আমেরিকার আদালতের তলবে নাম রয়েছে ভারত সরকার, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় গুপ্তচর সংস্থার (RAW) প্রাক্তন প্রধান সামন্ত গোয়েল, RAW এজেন্ট বিক্রম যাদব এবং ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তের। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি কেন্দ্র। তবে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আদালতের তলবের একটি প্রতিলিপিও তুলে ধরেছেন পান্নুন। (US Court Summons India)


গত বছর নভেম্বর মাসে ব্রিটেনের একটি সংবাদপত্রে এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়, যাতে দাবি করা হয়, পান্নুনকে হত্যার ছক বানচাল করে দিয়েছে আমেরিকা। আমেরিকা এবং কানাডা, দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে পান্নুনের। তাঁকে খুনের চেষ্টা হয়েছে বলে পরে মেনে নেয় প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। 


এর আগে, বিদেশমন্ত্রকের তরফে গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ভারতের তরফে উচ্চ পর্যায়ের তদন্দ শুরু হয়েছে বলেও জানায় তারা। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সেই সময় বলেন, "যে ব্যক্তিকে নিয়ে আমেরিকার আদালতে মামলা দায়ের হয়েছে, তাঁর সঙ্গে ভারতের আধিকারিকদের নাম জুড়ে দেওয়া হচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এটা সরকারি নীতিরও পরিপন্থী, যা আগেই বলেছি আমরা।".


এর পর, চলতি বছরের মে মাসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারত তদন্ত শুরু করেছে বিষয়টি নিয়ে। তবে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে এই ঘটনার কোনও প্রভাব পড়বে না বলে জানান তিনি। ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটিও জানান, দ্বিপাক্ষিক সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না।  সেই মামলাতেই এবার ভারত সরকারকে তলব করল আমেরিকার আদালত।



সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ পান্নুন। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভারতীয় নেতাদের হুঁশিয়ারি দেন তিনি। ২০২০ সালে তাঁকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে ভারত। খালিস্তানি নেতার হত্যায় এর আগে কানাডার সঙ্গেও ভারতের সংঘাত দেখা দেয়। জাস্টিন ত্রুডো দেশের পার্লামেন্টে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। ভারতীয় এজেন্টরা তাঁদের দেশে হত্যালীলা চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।