Iran Attacks Qatar : কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের মিসাইল হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। সরকারের তরফে বলা হয়েছে, ''আমরা একে কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করি। আন্তর্জাতিক আইন অনুসারে, এই নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে কাতার সরাসরি প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে।''
কাতার আরও বলেছে, '' আমরা আশ্বস্ত করছি, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে আক্রমণ প্রতিহত করেছে ও ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করেছে। আক্রমণের পরিস্থিতি সম্পর্কে একটি বিস্তারিত বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রক পরে জারি করবে।'' এই বিবৃতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি। এদিকে সূত্রের খবর, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে উঠেছে মার্কিন যুদ্ধবিমান।
Iran Attacks Qatar : ৬টি ইরানি ক্ষেপণাস্ত্র হানা দিয়েছে কাতারে
কাতারে আমেরিকার সেনা ক্যাম্পে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। আমেরিকার আল আসাদ সেনা ক্যাম্পে আছড়ে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার সেনা ক্যাম্পে অন্তত ৬টি ইরানি ক্ষেপণাস্ত্র হানা হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, আমেরিকায় থাকা ৯টি মধ্য প্রাচ্যের দেশে হামলা চালিয়েছে ইরান। কাতারে আমেরিকার উপর হামলা করা হয়েছে, বিস্ফোরণ হয়েছে দোহাতেও।ইরানি হামলার পরেই আকাশসীমা বন্ধ করে দিল কাতার।
কী করছেন ডোনাল্ড ট্রাম্প
জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডাকলেন ডোনাল্ড ট্রাম্প। 'অপারেশন বাশারত আল ফাত' নামে কাতারে ইরান হামলা করেছে বলে জানা যাচ্ছে। কাতারের মধ্য দোহা, উত্তর লুসেইলে পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে দেখা গিয়েছে আমেরিকার যুদ্ধ বিমান। কুয়েত, বাহারিন, সিরিয়া, জর্ডন, ওমানেও ইরানের হামলা হয়েছে বলে AFP সূত্রের খবর।