ওয়াশিংটন: সুরক্ষাবিধি ঠিকঠাক না মানা হলে আমেরিকায় প্রতিদিন গড়ে এক লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হবেন। এমনই আশঙ্কার কথা শোনালেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সদস্য ডাঃ অ্যান্টনি ফাওচি।
তিনি বলেন, বর্তমানে দিনে ৪০ হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন। যদি ঠিকমতো সুরক্ষা বিধি সকলে না মানেন, তাহলে দিনে ১ লক্ষ মানুষ আক্রান্ত হলে আমি অন্তত অবাক হব না। আর সেটাই দুশ্চিন্তার। একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, অতিমারী কি নিয়ন্ত্রণে এসেছে? অ্যান্টনি বলেন, যা ঘটছে, তাতে আমি খুশি নই। কারণ, আমরা ভুল দিকে এগোচ্ছি। যদি আক্রান্তের গ্রাফ দেখা যায়, তাহলে বোঝা যাবে যে, আমাদের জলদি কিছু করা প্রয়োজন। এখন একটা বিষয় পরিষ্কার—রাশ এখন আমাদের হাতে নেই। এটা ভীষণই চিন্তার।
ওই বিশেষজ্ঞের মতে, কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা উত্তুরোত্তর বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষ ভিড় করছেন, মাস্ক পরছেন না। বিভিন্ন বিষয়ে চালু হওয়া শর্তাবলি ও নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিচ্ছেন না। আমাদের সমস্যা বাড়বে বৈ কমবে না। এটা বন্ধ না হলে, আমাদের সামনে বড় বিপদ অপেক্ষা করে রয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ২৬ লক্ষ এবং মারা গিয়েছেন ১.২৭ লক্ষ মানুষ।
সুরক্ষাবিধা মানা হচ্ছে না, আমেরিকায় শীঘ্রই প্রতিদিন এক লক্ষ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হবেন, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 02:09 PM (IST)
আক্রান্তের গ্রাফ দেখলে বোঝা যাবে, রাশ আমাদের হাতে নেই, এখনই কিছু করতে হবে, বললেন ডঃ ফাউচি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -