নয়াদিল্লি: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে এবার এক ভারতীয় বংশোদ্ভুত। আগামী বছরেই আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য রয়েছে, এমনটাই ঘোষণা করলেন রিপাবলিকান পার্টির নেত্রী নিক্কি হ্যালি (Nikki Haley)। আমেরিকার নেতৃত্বে নতুন প্রজন্মের আসার বার্তাও দিয়েছেন তিনি।
এর আগেই প্রাক্তন রাষ্ট্রপতি ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তিনি ফের নামবেন রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে। এবার সেই দৌড়ে নিক্কি হ্যালি, যিনি আবার ভারতীয় বংশোদ্ভুত। একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে নিক্কি। তাতেই রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে নামার কথা জানিয়েছেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন যে তিনি ভারতীয় অভিবাসীর সন্তান। ভিডিও বার্তায় তিনি বলেছেন, 'আর্থিক দায়িত্বের নতুন দিক দেখার জন্য, সীমান্ত সুরক্ষিত রাখার জন্য, দেশকে আরও শক্তিশালী করার জন্য এখন আমেরিকার নেতৃত্বে নতুন প্রজন্ম আসার সময়।' 


এখন ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বয়স ৭৬। নিক্কি হ্যালি ৫১ বছর বয়সী। ফলে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় নিজেকে কমবয়সী এবং যোগ্য হিসেবে তুলে ধরতে চান তিনি। এর  আগে একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব সামলেছেন তিনি। সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ছিলেন নিক্কি হ্যালি। United Nations-এ মার্কিন দূত হিসেবেও কাজ করেছেন।  


বক্তব্যে ভারত প্রসঙ্গ:
সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর ভিডিও বার্তায় তিনি বলেছেন, 'আমি ভারতীয় অভিবাসীর গর্বিত সন্তান। আমি কালো নই, আমি সাদা নই। আমি আলাদা।' তিনি তাঁর মায়ের প্রসঙ্গও তুলেছেন। নিক্কি বলেছেন, 'আমার মা বলতেন, পার্থক্যগুলোতে মনোযোগ দেওয়া তোমার কাজ নয়, মিলগুলিতে মনোযোগ দেওয়া কাজ।' 


রিপাবলিকানদের তরফে কি আরও কেউ রাষ্ট্রপতির দৌড়ে নামবেন? এমন প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ ফ্লোরিডার গভর্নর রন দে সান্তিস (Ron DeSantis) এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এই লড়াইয়ে নামার  (Mike Pence) কথা শোনা গিয়েছিল। তেমনটা হলে রিপাবলিকানদের মধ্যেই জমে উঠবে লড়াই।


রাষ্ট্রপতি নির্বাচনের মূল পর্বে পৌঁছনোর আগে নিক্কি হ্যালিকে জিততে হবে রিপাবলিকান পার্টির (Republican Party) প্রেসিডেন্সিয়াল প্রাইমারি (Presidential Primary)। সেটা হবে আগামী বছরের জানুয়ারিতে। আর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হবে ২০২৪ সালের নভেম্বরে।


এক ঝলকে নিক্কি হ্যালির রাজনৈতিক কেরিয়ার:



  • দক্ষিণ ক্যারোলাইনা (South Carolina)-র ২ বারের গভর্নর।

  • ২০১১ সালে ৩৯ বছর বয়সে গর্ভনর হয়েছিলেন নিক্কি হ্যালি। যা আমেরিকায় সবচেয়ে কমবয়সে গভর্নর হওয়ার নজির।

  • দক্ষিণ ক্যারোলাইনার (South Carolina) প্রথম মহিলা গভর্নর উনি।

  • United Nations-এর মার্কিন অ্য়াম্বাসাডরের ভূমিকা পালন করেছিলেন তিনি।


নিক্কি হ্যালের আসল নাম নিম্রতা নিক্কি রণধাওয়া (Nimrata Nikki Randhawa)। তাঁর বাবা-মা ভারতীয় অভিবাসী ছিলেন। তাঁদের আয়ের মূল উৎস ছিল ছোট একটি দোকান। পরে তা একটি বড় ব্যবসায় পরিণত হয়। ১৯৯৬ সালে Michael Haley-কে বিয়ে করে তাঁর নাম হয় Nikki Haley.


আরও পড়ুন: