আশাবুল হোসেন, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য বিধানসভায় বাজেট পেশ রাজ্যের (WB Budget 2023)। তার আগে দুপুরে তথ্য কমিশনার নির্বাচনের বৈঠক রয়েছে বিধানসভায়। তা নিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। কিন্তু তিনি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিলেন। জানিয়ে দিলেন, ওই বৈঠকে যোগ দিচ্ছেন না তিনি।


বাজেট পেশের আগে দুপুরে তথ্য কমিশনার নির্বাচনের বৈঠক রয়েছে


বুধবার দুপুর ২টোয় বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে, বেলা ১২টায় বিধানসভায় তথ্য কমিশনার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তাতে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রীর। বিরোধী দলনেতা শুভেন্দুরও উপস্থিত থাকার কথা ছিল ওই বৈঠকে। রাজ্যের তরফে চিঠিও পাঠানো হয় তাঁকে।


কিন্তু বৈঠক শুরুর আগে ট্যুইট করে শুভেন্দু জানিয়ে দিলেন, তিনি বৈঠকে যোগ দিচ্ছেন না। ট্যুইটারে শুভেন্দু লেখেন, 'রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নির্বাচনের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করছি আমি। কারণ আবেদন গ্রহণের ক্ষেত্রে বিজ্ঞপ্তি নির্দেশিকা মানা হয়নি। তার অর্থ হল, আগে থেকেই প্রার্থী চয়ন করে রাখা হয়েছে। নির্বাচনের নামে প্রহসন করে অনুমোদন আদায় অর্থহীন'।



আরও পড়ুন: Partha Chatterjee : কালো টাকা সাদা করা হয়েছে পার্থর স্ত্রীর স্কুলে, কবে, কীভাবে, আদালতে বড় দাবি ইডির


নিয়ম অনুযায়ী, তথ্য কমিশন নির্বাচনের বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে উপস্থিত থাকার কথা শুভেন্দুর। তিন সদস্যের ওই কমিটির চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী অনুমোদিত এক জন থাকেন ওই কমিটিতে। সেই অনুযায়ী পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ওই কমিটির সদস্য। শুভেন্দুকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দিলেন।


তবে সমীকরণ অনুযায়ী, এই মুহূর্তে রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল তৃণমূল। ফলে তাদের মনোনীত সদস্যকেই মেনে নিতে হতো বিরোধী দলনেতাকে। সেই কারণেই শুভেন্দু বৈঠকে যোগ দেওয়া আমন্ত্রণ শুভেন্দু ফেরালেন কিনা, শুরু হয়েছে জল্পনা।


সমীকরণ অনুযায়ী, এই মুহূর্তে রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল তৃণমূল


সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে ক্রমশ। সেই আবহে রাজ্য সরকার কী ঘোষণা করে, সে দিকে তাকিয়ে বাংলার মানুষ। কোন খাতে বাড়তি বরাদ্দ করা হয়, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও ঘোষণা হয় কিনা, স্বাস্থ্যখাতে খরচ বাড়ানো হয় কিনা, জমি-জমা সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করা হয় কিনা, শুরু হয়েছে জল্পনা।