ওয়াশিংটন: ১ নভেম্বর থেকেই কি করোনা ভ্যাকসিন আমেরিকার বাজারে চলে আসবে? ট্রাম্প প্রশাসনের এক নির্দেশিকাকে ঘিরে এই জল্পনা জোরাল হয়েছে।


ওই নির্দেশিকায় আমেরিকার সবকটি প্রদেশকে বলা হয়েছে, নভেম্বরের ১ তারিখ থেকে করোনা ভ্যাকসিনের সরবরাহ ও বণ্টনের জন্য তৈরি থাকতে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইঙ্গিত দিয়েছে, ট্রায়াল পর্ব শেষ হওয়ার আগেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন বাজারে আনার অনুমতি দেওয়া হতে পারে।


সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর অধিকর্তা রবার্ট রেডফিল্ড গত ২৭ তারিখ একটি চিঠির মাধ্যমে ভ্যাকসিন বণ্টন কেন্দ্রের আবেদনপত্র চেয়ে সকলের কাছে আহ্বান করেন।


কাদের প্রথম ভ্যাকসিনের টিকা দেওয়া হবে ?


ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি পণ্যের সঙ্গে যুক্ত কর্মী, নিরাপত্তাকর্মী, প্রবীণ নাগরিক ও বিপদসীমায় থাকা জনগোষ্ঠীর সদস্যদের প্রথম ওই টিকা দেওয়া হবে।