ভারত, চিনের মধ্যে ‘চড়তে থাকা সীমান্ত বিতর্কে’র উল্লেখ করে তিনি জানিয়েছেন, আমেরিকা এর সমাধানে দুটি দেশের মধ্যে ‘রফা করতে’ ‘আগ্রহী ও সক্ষম’। ট্রাম্প বলেছেন, আমরা ভারত ও চিন, উভয়কেই জানিয়েছি যে, আমেরিকা ওদের ক্রমবর্ধমান সীমান্ত বিতর্ক সমাধানে আগ্রহী, সক্ষম, তৈরিও। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে ট্রাম্প বেশ কয়েকবার কাশ্মীর ইস্যুতেও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। প্রত্যাশিতভাবেই পাকিস্তান তাকে খুশি মনে স্বাগত জানালেও ভারত খারিজ করে দেয়। ভারত-চিন সীমান্ত বিরোধ মেটাতে ‘আগ্রহী, সক্ষম’ আমেরিকা, ট্যুইট ট্রাম্পের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2020 06:43 PM (IST)
ভারত ও চিন, দুপক্ষের সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) বেশ কয়েকটি জায়গায় সংঘাতে জড়িয়েছে, এ নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে বলে নানা সূত্রের খবর।
ওয়াশিংটন: এবার চিন-ভারত সীমান্ত সংঘাত নিরসনে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা দু দেশকেই এটা জানিয়েছে বলে ট্যুইট করেছেন তিনি। ভারত ও চিন, দুপক্ষের সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) বেশ কয়েকটি জায়গায় সংঘাতে জড়িয়েছে, এ নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে বলে নানা সূত্রের খবর। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ এশিয়ার দুই বড় শক্তি সীমান্ত সংঘাতে জড়িয়েছে বলে শোনা যাচ্ছে। এই আবহেই মার্কিন প্রেসিডেন্ট আজ ট্যুইট করলেন।