নয়া দিল্লি: ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার  ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওয়েস্ট উইং লবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান ট্রাম্প। দুই নেতা একে অপরকে উষ্ণ আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। ভারতের প্রধানমন্ত্রীকে দেখে জড়িয়ে ধরে ট্রাম্প বলেন, 'খুব মিস করেছি তোমায়'। রিপাবলিকান নেতাকে আবার দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদিও।          


হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ এক্স-এ প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী মোদি যাওয়ার পরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা সহ ভারতীয় প্রতিনিধিদল হোয়াইট হাউসে পৌঁছন।        


প্রধানমন্ত্রী মোদি আসার আগে হোয়াইট হাউসে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। রাষ্ট্রপতি ট্রাম্পের শপথ গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম কয়েকজন বিশ্ব নেতার মধ্যে মোদিও একজন। ট্রাম্প নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের তিন সপ্তাহের মধ্যে মোদিকে ইউএস সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়।          




প্রসঙ্গত ২০২৪ সালের নভেম্বর থেকে, প্রধানমন্ত্রী মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দু'বার ফোনে কথা বলেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী মোদির বিশেষ দূত হিসেবে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।


হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, দু'দেশের মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানির ব্যবসা আরও মজবুত হবে। পরমাণুক্ষেত্রে বাড়বে দ্বিপাক্ষিক সহযোগিতা। ভারত-আমেরিকার মধ্যে প্রযুক্তি বিনিময় নিয়েও ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। লস অ্যাঞ্জেলস এবং বস্টনে ভারতের নতুন বাণিজ্যিক দূতাবাস হবে বলেও বৈঠক শেষে ঘোষণা করেন নরেন্দ্র মোদি।


দু'হাজার তিরিশ সালের মধ্যে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলা হবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়েও দুই দেশ জোটবদ্ধভাবে কাজ করবে। ডোনাল্ড ট্রাম্পকে ফের ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।     



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে