Goutam Adani: অসফলতাকে কেউ যেন জীবনের শেষ না ভাবেন। একবারের ব্যর্থতা কারও জীবনের শেষ অধ্যায় নয়। একটা কাজে অসফল হলে কেউ যেন সেটাকেই শেষ পরিণতি না ভাবেন। সম্প্রতি পড়ুয়াদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। 


কয়েকদিন আগেই সামনে এসেছে একটা মর্মান্তিক ঘটনা। জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন অর্থাৎ জেইই মেন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে আত্মহত্যা করেছেন এক ছাত্রী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই ঘটনা ঘটেছে। পরীক্ষায় ফেল করার পরে ছাত্রছাত্রীদের আত্মহত্যরা অনেক ঘটনাই আমাদের নজরে আসে। সত্যিই এইসব ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। গৌতম আদানিও এমনটাই মনে করেন। আর তাই আদানি গ্রুপের চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন অসফল হলে কোনও পড়ুয়া যেন সেটাকেই জীবনের শেষ পর্যায় না ভাবেন। মানুষের জীবন যে কোনও পরীক্ষার থেকে বৃহৎ এক বিষয়। 



গোরক্ষপুরে যে ঘটনা ঘটেছে সেখানে মৃত্যু হয়েছে ১৮ বছরের এক কিশোরীর। জেইই মেন পরীক্ষায় অসফল হওয়ায় হস্টেলের ঘরে আত্মহত্যা করেছেন তিনি। লিখে রেখে গিয়েছেন একটি সুইসাইড নোটও। সেখানে কিশোরী লিখেছেন, পরীক্ষার ব্যর্থতার কথা। স্বপ্নপূরণ করতে না পারায় মা-বাবার কাছে ক্ষমাও চেয়েছেন ওই ছাত্রী। এই ঘটনার প্রসঙ্গ টেনেই এক্স মাধ্যমে উদ্যোগপতি গৌতম আদানি লিখেছেন, প্রত্যাশার চাপে এক কৃতী মেয়ের এভাবে চলে যাওয়ার ঘটনা খুবই হৃদয়বিদারক। জীবন যেকোনও পরীক্ষার থেকে অনেক বড়। এই কথা অভিভাবকদেরও বুঝতে হবে। আর বাচ্চাদেরও বোঝাতে হবে। এরপর নিজের প্রসঙ্গে গৌতম আদানি লিখেছেন, তিনি পড়াশোনায় খুব সাধারণ ছিলেন। পড়াশোনা এবং জীবনে অনেকবার অসফল হয়েছেন। কিন্তু প্রতিবার জীবন এক নতুন রাস্তা দেখিয়েছে তাঁকে। 


এক্স মাধ্যমের পোস্টে শেষে গৌতম আদানি লিখেছেন, সকলের কাছে আমার একটাই অনুরোধ। কেউই অসফলতাকে জীবনের শেষ পর্যায় ভাববেন না। কারণ জীবন সবসময় দ্বিতীয়বার সুযোগ দেয়। 


তথ্যসূত্র- আইএএনএস 


আরও পড়ুন- বিয়ারবাইসেপস এবার আরেক রাজ্য পুলিশের নজরে, সমন এল সময় রায়নার নামেও