Viral Video: ক্যাবে চড়া মহিলাদের পক্ষে কতটা নিরাপদ? এই প্রশ্ন বারংবার উঠেছে বিশ্বের বিভিন্ন শহরে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে দেখা গিয়েছে, দুবাইতে এক ক্যাব চালক মহিলা যাত্রীকে তাঁর যৌনজীবন সম্পর্কে একের পর এক অশ্লীল প্রশ্ন করেই যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে রোষ বেড়েছে নেটপাড়ায়। সেই রেশ কাটার আগেই নেটিজেনদের সামনে এসেছে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া আরেকটি ভিডিও। আর সেই ভিডিওতে দেখা গিয়েছে মিশরের এক ক্যাব চালকের কাছে চরম হেনস্থার শিকার হয়েছেন এক মহিলা যাত্রী। তিনি চিনের পর্যটক বলে জানা গিয়েছে।
কী কী করেছেন ওই ক্যাব চালক
মহিলাকে আপত্তিজনক ভাবে স্পর্শ করার পাশাপাশি গুগল ট্রান্সলেটার ব্যবহার করে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছে ওই ক্যাব চালক। এইসব আপত্তিকর প্রস্তাবে একবারের জন্যেও সাড়া দেননি ওই মহিলা যাত্রী। কিন্তু বারবার তাঁকে জোর করছিল ওই ক্যাব চালক। আর তাতেই পরিস্থিতি ক্রমশ হয়ে উঠছিল আরও ভয়ঙ্কর। কবে, কখন এই ঘটনা ঘটেছে, নির্দিষ্ট কোন স্থানে ঘটেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ক্যাব চালক পরবর্তীতে গ্রেফতার হয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে, ঘটনার সময় মাদকাসক্ত ছিল ওই ক্যাব চালক। তবে এই তথ্যের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।
কী ঘটনা ঘটেছে দুবাইতে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গিয়েছে, ক্যাব চালক মহিলা যাত্রীকে প্রথমে জিজ্ঞেস করেছে তাঁর বয়ফ্রেন্ড রয়েছে কিনা। এখানেই শেষ নয়। এরপর শুরু হয় একের পর এক আপত্তিকর প্রশ্ন। মহিলার ব্যক্তিগত জীবনে ওই ট্যাক্সি চালক ঢুকে পড়েছে সমস্ত সীমা লঙ্ঘন করে। একের পর এক এক্তিয়ার বহির্ভূত প্রশ্ন করেছে ওই ক্যাব চালক। মহিলা যাত্রীকে ওই ব্যক্তি জিজ্ঞেস করেছে তাঁর যৌনজীবন কেমন? বয়ফ্রেন্ডের সঙ্গে দিনে কতবার সঙ্গমে লিপ্ত হন? প্রতিরাতে কি তিনি সঙ্গম করেন? কেমন ভাবে যৌন সংসর্গে লিপ্ত হন?
এই ভাইরাল ভিডিও বর্তমানে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে