সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলি করে খুন যুবককে। গুরুতর আহত আরও ২ শিশু। নিহতের পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে হামলার জেরে খুন। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


ছররা গুলিতে ঝাঁঝরা যুবকের বুক-পিঠ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ২ শিশুও। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকার আগডিমটি খুন্তিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম ফৈয়াজ আলম। বয়স ২৪ বছর। তিনি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। মৃতের পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ইমতিয়াজ আলম ও মহম্মদ ডাইমুলের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার সকাল ১১টা নাগাদ দলবল নিয়ে ইমতিয়াজের বাড়িতে হামলা চালায় ডাইমুল। এলোরপাথাড়ি ছররা গুলি চালানো হয় বলে অভিযোগ।


গুলিতে আহত হন ইমতিয়াজের ভাই ফৈয়াজ এবং বাড়িও ২ শিশু। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ফৈয়াজকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইসলামপুর পুলিশ জেলার এসপি সচিন মক্কার জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।