লখনউ: নির্বাচনের আগে উত্তরপ্রদেশে (Uttarpradesh) বেনজির ঘোষণা যোগী সরকারের। গুরুতর অসুস্থতায় ভুগছে এমন গরুর জন্য বিনামূল্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স (Cow Ambulance) পরিষেবা চালু করতে চলেছে৷ রবিবার মথুরায় (Mathura) রাজ্যের দুগ্ধ উন্নয়ন, পশুপালন এবং মৎস্যমন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এই ঘোষণা করেন। 


পিটিআই মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে সাংবাদিকদের বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে ৫১৫টি অ্যাম্বুলেন্স চালু করার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি জরুরী পরিষেবা নম্বরও চালু করেছে। ১১২ সেই কল সেন্টারের নম্বর। নতুন পরিষেবাটি গুরুতর অসুস্থ গরুর দ্রুত চিকিত্সার পথ তৈরি করবে বলে জানিয়েছেন তিনি।


অ্যাম্বুলেন্সটিতে একজন পশুচিকিৎসক এবং দুইজন সহকারী থাকবেন। এটি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছনোর লক্ষ্য রাখবে। অভিযোগ পাওয়ার জন্য লখনউতে একটি কল সেন্টারও স্থাপন করা হবে বলে জানান হয়েছে। 


আরও পড়ুন, ভারতের CoWIN নজর কেড়েছে বিশ্বের, কেন্দ্রের থেকে প্রযুক্তি ধার চায় ১২টি দেশ


অসুস্থ গরুর চিকিৎসার পাশাপাশি, বিনামূল্যে উচ্চমানের ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তি ব্যবহার করা হবে, এমনটা জানিয়েছেন উত্তরপ্রদেশের পশুপালন মন্ত্রী। গাভীর জাত ও দুধের ক্ষমতা বাড়াতে এই ভাবনা।  ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তি জীবাণুমুক্ত গাভীকে উচ্চ দুধ-ফলনকারী প্রাণীতে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।


মন্ত্রীর মতে, এটি রাজ্যে গরুর সমস্যা সমাধান করবে কারণ গরু পালনকারীরা প্রতিদিন কমপক্ষে ২০ লিটার দুধ দেয় এমন পশুদের দুধও বিনামূল্যে নষ্ট হতে দেবে না। মথুরা সহ রাজ্যের আটটি জেলায় এই প্রকল্পটি পাইলট প্রকল্প হিসাবে চালু করা হবে।


এর আগে, ২০১৭ সালে, ইউপি সরকার গরুর জন্য আধার কার্ডের সুবিধা চালু করেছিল। আহত বা অসুস্থ গরুকে পশু চিকিৎসক বা গোশালায় নিয়ে যাওয়ার জন্য রাজ্য একটি টোল-ফ্রি নম্বর এবং মোবাইল ভ্যানও চালু করেছে। ভ্যান পরিষেবাটি 'গৌবংশ চিকিৎসা মোবাইল ভ্যান' নামে পরিচিত ছিল।