আগ্রা : উত্তরপ্রদেশের আগ্রায় একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর আত্মহত্যা ঘিরে শোরগোল পড়ে গেছে। স্ত্রীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনর জেরেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। নিজেকে শেষ করে দেওয়ার আগে, মানব শর্মা নামে ওই ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে একটি আবেগপ্রবণ ভিডিও করে গেছেন। ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তির বাবা। তবে, এখনও পর্যন্ত গ্রেফতারির কোনও খবর নেই। এই ঘটনাটি সম্প্রতি বেঙ্গালুরুতে ঘটে যাওয়া অতুল সুভাষের আত্মহত্যার ঘটনার সঙ্গে তুলনায় চলে এসেছে।
আগ্রার ব্যক্তি আত্মহত্যার আগে যে ভিডিওটি করেছেন তাতে দেখা গেছে, তিনি অঝোরে কাঁদছেন। প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন, "পুরুষদের কথাও ভাবুন !" তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, "যদি আইনে পুরুষকে সুরক্ষা না দেওয়া হয়, তাহলে অভিযুক্ত করার মতো কোনও পুরুষই আর বেঁচে থাকবে না।"
এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন শর্মা। কবজিতে কাটা দাগও দেখান। ভিডিওটি তিনি এই বলে শেষ করেছেন, "আমার মৃত্যুর পর আমার বাবা-মাকে কিছু করার চেষ্টা করবে না।" এই ঘটনার পর সদর থানায় অভিযোগ জানান মৃত মানব শর্মার বাবা। পূত্রবধূকে তিনি ছেলের মৃত্যুর জন্য দায়ী করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তর স্ত্রী। তিনি পাল্টা অভিযোগ করেছেন, স্বামী মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন। একাধিক বার নিজেকে আঘাত করেছেন। তিনি বলেন, "স্বামী অতিরিক্ত মদ্যপান করত। একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। আমিই ওকে তিনবার বাঁচিয়েছি। মদ খাওয়ার পর আমাকে হেনস্থাও করত। শ্বশুরবাড়িতে একাধিকবার তা জানিয়েছি। কিন্তু, ওরা আমার কথা এড়িয়ে গেছে।"
তাঁর বিরুদ্ধে ওঠা অন্য সম্পর্কের অভিযোগ নিয়ে স্ত্রী বললেন, "সেটা আমাদের বিয়ের আগে ছিল। আমি ওকে বিয়ে করার পর আর কিছু ঘটেনি।" এর পাশাপাশি তিনি স্বামীর বোনের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটও তুলে দেরন। যেখানে তিনি সাহায্য চাইলে স্বামীর বোন তাঁকে শুয়ে পড়তে বলেন। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে মানবের স্ত্রী লেখেন, দিদি, "কিছু একটা করুন, ও (স্বামী) নিজেকে মেরে ফেলবে।" যার উত্তরে মানবের বোন লেখেন, "ওকে সেটাই করতে দাও। ঘুমাতে যাও।" ঘটনা প্রসঙ্গে আগ্রার ASP বিনায়ক গোপাল বলেন, "আগ্রার সামরিক হাসপাতাল থেকে আমরা খবর পাই যে, মানব নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। পরে জানা যায় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এখনও পর্যন্ত কোনও গ্রেফতার করা হয়নি।"