কলকাতা: সম্প্রতি পর পর রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে এবার বড় ট্রেন দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। যদিও এই দুর্ঘটনা পরিকল্পিতভাবে করার চেষ্টা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে ট্রেন ওড়ানোর চেষ্টা হয়েছিল বলে জানান হয়েছে। ট্রেনের গতি বেশি ছিল, যে কারণে থামার আগেই ট্রেনটি সিলিন্ডারের সঙ্গে ধাক্কা খায়।      
 
উত্তরপ্রদেশের কানপুরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। নেপথ্যে অন্তর্ঘাত দেখছে রেল কর্তৃপক্ষ। প্রয়াগরাজ থেকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস।রেল সূত্রে খবর, কানপুরের শিবরাজপুরের কাছে রেললাইনের ওপর রাখা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার। চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। রেললাইনের ওপর গ্যাস সিলিন্ডার রেখে দেওয়ার পিছনে অন্তর্ঘাত রয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।  


এই ঘটনা ঘটার পরই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় RPF পরিদর্শক ওপি মীনার দল। সেখানে পৌঁছে ২০০ মিটার দূর থেকে একটি সিলিন্ডার উদ্ধার করে। এর পাশাপাশি আরপিএফ তদন্তের সময় অন্যান্য সন্দেহজনক জিনিসও উদ্ধার করেছে। তদন্তের সময় সিলিন্ডারটি যে জায়গায় পাওয়া গেছে সেখানে একটি বোতলে হলুদ রঙের পদার্থও উদ্ধার করা হয়েছে।                                                                    


আরও পড়ুন, ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ব্রেক কষেও লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস


কিছুক্ষণের জন্য ট্রেন থামিয়ে ঘটনাস্থলে তদন্ত করা হয়। এরপর ট্রেনটিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে এ ঘটনায় ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করেছে রেলওয়ে সূত্র। এ বিষয়ে তদন্ত চলছে। বলা হচ্ছে ট্র্যাকে কিছু ভারী লোহার জিনিস ঘষার চিহ্নও দেখা গেছে। ঘটনাস্থলে রেলের বহু আধিকারিক, আরপিএফ এবং পুলিশ উপস্থিত রয়েছে।


মনে করা হচ্ছে ওই সিলিন্ডারে বিস্ফোরক কিছু হয়তো থাকতে পারে। একটি ব্যাগও পাওয়া গিয়েছে তদন্তের সময়। রেল দুর্ঘটনার এমন ছক সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। পর পর রেল দুর্ঘটনা যখন ঘটছে সেই সময়ে এমন ছক চিন্তায় ফেলেছে রেল কর্তাদের।   


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে