কানপুর : "বশীকরণ" রীতি পালন ঘিরে বিবাদ ! বছর ২৬-এর এক যুবককে খুনের অভিযোগে এক স্বঘোষিত "তান্ত্রিক"-কে গ্রেফতার করল পুলিশ। কানপুরের শিবলির একটি মাজারের কাছে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম রাজাবাবু। আরশাদপুর গ্রামের বাসিন্দা। "স্বঘোষিত" ওই তান্ত্রিক নীলুর কাছে গিয়েছিলেন রাজাবাবু। নিজের প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়ার লক্ষ্যে তার দ্বারস্থ হন। যে প্রেমিকার গত এপ্রিল মাসে অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে। প্রাথমিকভাবে ওই তান্ত্রিককে ৩৬ হাজার টাকা দিয়েছিলেন রাজাবাবু। বশীকরণের কাজ হয়ে যাওয়ার পর আরও দেড় লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। এমনই জানাচ্ছেন কানপুরের পুলিশ সুপার শ্রদ্ধা নরেন্দ্র পাণ্ডে। 

Continues below advertisement

ঘটনার বিস্তার...

বশীকরণের শেষ পর্যায়ের কাজ করার জন্য গত ২৪ নভেম্বর সন্ধেয় নিজের গ্রামে রাজাবাবুকে ডেকে পাঠায় নীলু। মদ কেনার পর দু'জনে কাছের একটি মাঠে যায়। যেখানে নীলু ওই রীতি পালনের ভণ্ডামি করে বলে অভিযোগ। আরও এভিযোগ, ওই যুবককে একটি চিঠি লেখানো হয়। সেই সময় নীলু আরও টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বিবাদ শুরু হয়। ঝগড়ার সময় সে রাজাবাবুর বুকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। এমনই জানিয়েছে পুলিশ। তাদের সংযোজন, ঘটনাস্থলেই রাজাবাবুর মৃত্যু হয়। এরপর রাজাবাবুর হাতে খুনে ব্যবহৃত অস্ত্রটা ধরিয়ে দেয় নীলু। এরপর একটা চিঠি লিখে এবং তাঁর প্রাক্তন প্রেমিকার একটি ছবি তাঁর মৃতদেহের উপর রেখে দেয় অভিযুক্ত। যাতে এটা আত্মহত্যা বলে মনে করে মানুষ। পরের দিন সকালে ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে মদের একটি প্যাকেটও উদ্ধার করা হয়। যা তদন্তকে পরিচালিত করে কাছের একটি মদের দোকানে। সেখানে সিসি টিভি ফুটেজে নীলুর সঙ্গে দেখা যায় রাজাবাবুকে। এরপরই নীলুকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত প্রাথমিকভাবে তদন্তকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছিল বলে অভিযোগ। পরে অবশ্য সে খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশের দাবি। এরপর খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এর পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট এবং সিসি টিভির ফুটেজও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন এসপি। তাঁর কথায়, "জাদুবিদ্যা অনুশীলনের বশবর্তী হয়ে টাকার লোভে এই অপরাধ ঘটানো হয়েছে।" প্রসঙ্গত, বিভিন্ন কাজে বশীকরণ করা হয় বলে নানা ধরনের বিজ্ঞাপন দেখা যায় যত্রতত্র। যা অনেকে বিশ্বাস করে তার সাহায্য নেওয়ার চেষ্টা করে। এমন ঘটনা মাঝেমধ্যে দেখা যায়।

Continues below advertisement