নয়া দিল্লি: স্কুল চলাকালীনই ভয়ঙ্কর ঘটনা। ক্লাসের মধ্যে হঠাৎই ছড়িয়ে পড়ে গ্যাস। বৃহস্পতিবার সান্দিলা শহরের একটি বেসরকারি স্কুলে সন্দেহজনক গ্যাস লিকেজ হওয়ার পর কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। 

Continues below advertisement

স্কুলের এক আধিকারিক জানান , আক্রান্ত সকল শিক্ষার্থীকে দ্রুত দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখান থেকে একটি শিশুকে উন্নত চিকিৎসার জন্য লখনউতে রেফার করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট অনুনয় ঝা বলেছেন যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্যাস লিকের কারণ নিশ্চিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্কুলের অন্যান্য আধিকারিকরা জানান, স্কুল প্রাঙ্গণে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, যার ফলে বেশ কয়েকজন শিশু আতঙ্কিত হয়ে তাদের শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসে।

Continues below advertisement

শিক্ষকরা তাৎক্ষণিকভাবে সকল ছাত্রছাত্রীকে সরিয়ে নেন এবং অভিভাবক ও প্রশাসনকে অবহিত করেন গোটা ঘটনাটি নিয়ে। ডিএম ঝা এবং পুলিশ সুপার অশোক কুমার মীনা অন্যান্য অফিসারদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। হাসপাতালে পৌঁছে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে দেখাও করেন। 

জেলা শাসক বলেন, 'এই ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন, তবে বর্তমানে সকলেই স্থিতিশীল। একটি শিশুকে লখনউয়ের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার করা হয়েছে। গ্যাস লিকের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে'। 

স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার খবর নিয়েছেন এবং শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।