আগ্রা : ঘন কুয়াশা। কার্যত 'শূন্য' দৃশ্যমানতা। তার মধ্যে গাড়ির আলো জ্বালিয়েও লাভ হয়নি। আর তার ফল যা হওয়ার তা-ই হল। একসঙ্গে একাধিক গাড়ি পড়ল দুর্ঘটনার মুখে। বুধবার সকালে বড়সড় দুর্ঘটনা ঘটল আগ্রা-লখনৌ একপ্রেসওয়েতে । দুর্ঘটনায় মৃত ১, জখম ২৪-এর বেশি। এমনই জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
জানা গিয়েছে, কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না। তাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের একটি ডিভাইডারে ধাক্কা মারে একটি ডবল ডেকার বাস। তার পর একে একে অন্তত ছ'টি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। প্রত্যেকটা গাড়ি এক অপরের পেছনে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। এর ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাসযাত্রীর। আঘাত পান প্রত্যেক গাড়ির কমবেশি ২৪ জন যাত্রী। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় ছয় জনকে লখনৌয়ের ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়।
কিন্তু, এই দুর্ঘনার মধ্যেও দেখা গেল এক অমানবিক চিত্র। দুর্ঘটনার পরই হইচই পড়ে যায়। দুর্ঘটনার কবলে পড়ে একটি মুরগিবাহী পিকআপ ভ্যান। গাড়ির চালক দুর্ঘটনায় আহত হন। কিন্তু, তাঁকে সাহায্য করার পরিবর্তে একটা বড় অংশের মানুষ ব্যস্ত হয়ে পড়েন মুরগি লুঠতে। আধ ঘণ্টায় তাঁরা প্রায় আড়াই লক্ষ টাকার মুরগি লুঠে নেন।
এই ঘটনার ভিডিও সামনে এসেছে। যার প্রতিবাদে সরব হয়েছেন মানুষ।
সিও বাঙ্গারমৌ বিজয় আনন্দ জানান, 'কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে। ৬টি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। যার জেরে একজনের মৃত্যু হয়। এই গাড়িগুলি লখনৌ থেকে আগ্রা যাচ্ছিল।'
মৌসম ভবন জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ঘন কুয়াশা থাকবে। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর এলাকার দৃশ্যমানতা কমে ১২৫ মিটারে নেমে আসে। সফদরজংয়ে দৃশ্যমানতা কমে হয় ৫০ মিটার। রাজধানীর একাধিক জায়গায় দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি পৌঁছে যায় বলেও জানা যায়। পটিয়ালা, লখনউ, প্রয়াগরাজে দৃশ্যমানতা কমে ২৫ মিটার হয়েছে আজ। অমৃতসরে দৃশ্যমানতা ০ মিটার।
একই সঙ্গে দিল্লির বাতাসের গুণমানও একধাক্কায় নেমে যায়। এদিন দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৮১-তে, অর্থাৎ অত্যন্ত ক্ষতিকর। বুধবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা আজ ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) জানিয়েছে, আনন্দ বিহারে বাতাসের গুণমান সূচক ৪৪১, লোধি রোডে ৩২৭ এবং ইন্দিরা গাঁধী বিমানবন্দর এলাকায় ৩৬৮-এ রয়েছে। আগামী কয়েক দিনে বাতাসের গুণমানে আরও পতন ঘটবে বলেও জানানো হয়েছে।