উত্তরপ্রদেশ: প্রবল বৃষ্টি বিপর্যস্ত উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। তার মধ্যেই মীরাটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মীরাটের জাকির কলোনিতে ধসে পড়ল তিনতলা একটি বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অনেকে। ANI-এর প্রতিবেদন সূত্রের খবর, এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছিলেন ১৫ জন। তাঁদের মধ্যে ১৫ জনকে বের করে আনা সম্ভব হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে ১০ জনকেই মৃত ঘোষণা করা হয়। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে।
NDRF এবং SDRF-এর দল ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের সময় স্লিফার ডগ ব্য়বহার করেছিল। স্লিফার ডগের সাহায্য খোঁজা হয় ধ্বংসস্তূপের নীচে আর কোনও জীবিত লোক আটকে রয়েছেন কিনা।
এর আগে মীরাটের জেলাশাসক দীপক মীনা আগে জানিয়েছিলেন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন ৬ জন, মারা গিয়েছেন ৩ জন। কিন্তু শনিবারের দুর্ঘটনায় পরে বেড়ে যায় মৃতের সংখ্যা ও আটকে পড়া ব্যক্তিদের সংখ্যা। রাতভর উদ্ধারকাজ চালিয়েছে NDRF এবং SDRF-এর দল। বৃষ্টির মধ্যেই রবিবার সকালেও চলছে উদ্ধারকাজ।
উত্তরপ্রদেশে এখন তুমুল বৃষ্টি হচ্ছে। সে রাজ্যের ১১টি জেলা বন্যায় প্রভাবিত হয়েছে। ANI-প্রতিবেদন সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর এখনও পর্যন্ত বন্যার কারণে ১৭ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে X পোস্টে লেখা হয়েছে, 'যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও এখনও পর্যন্ত ৩০টি গবাদি পশুর মৃত্যুর ঘটনায় ৩০জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ৩০৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণকার্য চলছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুুন: রবিবারও দুর্যোগের ঘনঘটা, অঝোর বৃষ্টিতে আজও ভিজবে কোন কোন জেলা?