নয়াদিল্লি: শনিবার করে সপ্তাহান্তের লকডাউন তুলে নিল উত্তরপ্রদেশ সরকার, যদিও রবিবার তা বহাল রাখছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ধাপে ধাপে দেশব্যাপী লকডাউন পর্ব তুলে নেওয়ার প্রক্রিয়ায় সম্প্রতি যে আনলক-৪ এর গাইডলাইন জারি করেছে, তার পরিপ্রেক্ষিতে এহেন সিদ্ধান্ত যোগী আদিত্যনাথ সরকারের।
দেশব্যাপী লকডাউন কিছুদিন আগে তুলে নেওয়া হলেও উত্তরপ্রদেশ সরকার সপ্তাহের শেষে দুদিন করে লকডাউন চালু রেখেছিল, যদিও অত্যাবশ্যকীয় পরিষেবাকে তার আওতার বাইরেই রাখা হয়। এবার শনিবারের লকডাউনও তুলে নিচ্ছে তারা, শুধু রবিবার তা বহাল রাখছে। যদিও সেদিনও অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। শনিবার করে লকডাউন প্রত্যাহারের পাশাপাশি রবিবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বাজার খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া আদিত্যনাথ প্রশাসন রাজ্যে করোনাভাইরাস পরীক্ষা আরও জোরদার করছে। রাজ্যে দৈনিক ১.৪৯ লক্ষ পরীক্ষার টার্গেট বাড়াতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, করোনা মোকাবিলায় কার্যকর ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত ব্যাপক হারে টেস্টিং চালিয়ে যাওয়াই সংক্রামক ব্যাধি রুখে দেওয়ার সবচেয়ে সেরা পন্থাগুলির অন্যতম।