বান্দা: একই পরিবারের ৩২ জন করোনা আক্রান্ত। এমনই উদ্বেগজনক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। চিফ মেডিক্যাল অফিসার এন ডি শর্মা জানিয়েছেন, ‘সোমবার সন্ধেবেলা এই জেলা থেকে নতুন করে ৪৪ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে বান্দা শহরের ফুটা কুঁয়া অঞ্চলে একই পরিবারের ৩২ জন করোনা আক্রান্ত।’


চিফ মেডিক্যাল অফিসার আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত বান্দা জেলায় মোট ৮০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। এখন চিকিৎসা চলছে ৩৬০ জনের। বাকি ৪৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, কানপুরে করোনা আক্রান্ত হয়ে নীলাংশু শুক্ল (২৮) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি ২০ অগাস্ট ট্যুইট করে জানিয়েছিলেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। তবে আমার কোনওরকম উপসর্গ নেই। আমাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন এবং প্রয়োজনীয় বিধি মেনে চলুন।’ কিন্তু এই সাংবাদিক নিজেই আর সুস্থ হয়ে উঠতে পারলেন না।

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭২ হাজারেরও বেশি করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩,৪৮৬ জনের।