উত্তরাখণ্ড: শিউরে ওঠার মতো অপরাধের ঘটনা সামনে এল এবার। খুনের অভিযোগ, তবে আর পাঁচটা খুনের ঘটনার মতো নয়। উত্তরাখণ্ডের এই ঘটনায় চোখ কপালে তুলেছেন অনেকে। টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উত্তরাখণ্ডের উধম সিংহ নগরের জসপুর এলাকায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্য তৈরি হয়েছে খুনের পদ্ধতি নিয়ে। রিপোর্ট অনুযায়ী, ইঞ্জেকশনে সাপের বিষ ভরে স্ত্রীর দেহে ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠেছে। কিন্তু কেন এই ঘটনা? রিপোর্ট অনুযায়ী, পুলিশ সূত্রে জানা গিয়েছে বিমার টাকা হাতাতেই এমন নৃশংস পরিকল্পনা।


রিপোর্ট অনুযায়ী, নিহত মহিলার নাম সালোনি চৌধুরী। তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল শুভম চৌধুরীর। প্রায় ১২ বছরের বৈবাহিক জীবন। যদিও চার বছর আগে সালোনি নাকি বিচ্ছেদ মামলা করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, নিহত সালোনির ভাই অজিত সিংহ দাবি করেছেন শুভমের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যান সালোনি। এছাড়াও মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল- এই সব অভিযোগের ভিত্তিতেই বিবাহবিচ্ছেদ মামলা করেছিলেন সালোনি। অজিতের দাবি, স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বারবার হস্তক্ষেপ করলেও শুভমের তরফে কোনওকিছু ঠিক করা হয়নি। এখানেই চাঞ্চল্যকর দাবি করেছেন নিহত মহিলার ভাই অজিত। তাঁর দাবি, ১৫ জুলাই সালোনির নামে একটি ২৫ লক্ষ টাকার বিমা করান শুভম। তারপর মাসখানেক কাটার আগেই সেই টাকা হাতাতে ১১ অগাস্ট সালোনিকে খুন করেছেন শুভম, এমন অভিযোগই তিনি দায়ের করেছিলেন পুলিশের কাছে। তাঁর আরও দাবি, যখন শুভম ওই বিমা করেছিলেন তখন নিজেকে নমিনি হিসেবে রেখেছিলেন। 


তারপরেই পুলিশ রহস্যমৃত্যুর ঘটনার অভিযোগ দায়ের করে। এরপরেই ঘটনার মোড় ঘুরে যায় ময়নাতদন্তের পরে। সেই রিপোর্টে উঠে আসে যে সালোনির মৃত্যু হয়েছে সাপের বিষে। এরপরই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। আপাতত সালোনির ভিসেরা পরীক্ষার জন্য় পাঠানো হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় শুধু শুভম নন, তাঁর বাবা-মা এবং আরও একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রইল না SIT-এর কোনও গ্রহণযোগ্যতা ! RG করের যাবতীয় দুর্নীতির তদন্তভার পেল CBI