সৌভিক মজুমদার, কলকাতা : আর পুলিশ নয়, আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তও এবার করবে CBI । আর জি কর মেডিক্যালের আরও এক মামলায় জোর ধাক্কা খেল রাজ্য। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্ন উঠেছে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ ও বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজি, কমিশন খাওয়ার অভিযোগ এনেছেন আখতার আলি। আর জি করে মেডিক্যালে সন্দীপ ঘোষের জমানায় ডেপুটি সুপারের দায়িত্বে ছিলেন তিনি। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেন আখতার আলি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ED তদন্তের আর্জি জানিয়ে গত বুধবার হাইকোর্টে মামলা করেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।


শুক্রবার আখতার আলির করা মামলার শুনানিতে CBI-কে আর জি কর মেডিক্যালের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিয়ে দে কলকাতা হাইকোর্ট। শনিবার সকাল ১০ টার মধ্যে তদন্ত-নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এই আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য। আদালতের এই রায়ের ফলে তদন্তে রাজ্যের তৈরি SIT-এর আর কোনও গ্রহণযোগ্যতা রইল না।  ৩ সপ্তাহ পরে CBI-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে, নির্দেশ দিল আদালত। সেক্ষেত্রে  ১৭ সেপ্টেম্বর পড়ছে সেই দিন।  নিরাপত্তার জন্য প্রয়োজনে CBI-এর কাছে আবেদন করতে পারবেন মামলাকারী আখতার আলি।  


এদিন আদালতের রায় শুনে আখতার আলি জানান, এই লড়াই তাঁর সেই সব পড়ুয়াদের জন্য, যাঁরা সন্দীপ ঘোষের দ্বারা নিপীড়িত, যাঁদের টার্গেট করতেন তিনি। তাঁর আর্জি, আরও কারও সঙ্গে সন্দীপ ঘোষ এমন কোনও ঘটনা ঘটিয়ে থাকলে , তাঁরাও নাম-পরিচয় গোপন রেখে তা জানাতে পারে। 


চিকিৎসক ধর্ষণ-খুনে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই। এবার হাসপাতালের আর্থিক দুর্নীতিতেও CBI ই তদন্ত করবে। ইডি তদন্তের আবেদন জানিয়েছিলেন আবেদনকারী। কিন্তু আদালত মনে করেছে, যেহেতু আরজি কর মামলায় ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই, তাই পুরো বিষয়টা একটি এজেন্সির হাতে থাকাই শ্রেয় মনে করেছে আদালত। এদিকে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করছেন সন্দীপ ঘোষ ।
বিচারপতি হরিশ টন্ডনেক ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন সন্দীপ ঘোষ ।   


এদিকে এই নিয়ে আট দিন পরপর আর জি কর-কাণ্ডের তদন্তে CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। 


আরও পড়ুন : 


এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।