প্রকৃতির কাছে বারবার হেরে যাচ্ছে মানুষ। হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড,হিমালয় পর্বতাঞ্চলে রুদ্ররূপ দেখাচ্ছে প্রকৃতি। ভূমিকস, মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বানে বিধ্বস্ত রাজ্য। এখনই এই দুর্যোগ থেকে রেহাই মিলবে না, চলবে বৃষ্টি, জানিয়েছে আইএমডি। এরই মধ্যে সোমবার কেদারনাথ যাওয়ার রাস্তায় ন্যাশনাল হাইওয়েতে নেমেছে বড় ধস। পাহাড় থেকে গড়িয়ে আসা পাথমের ধাক্কায় মর্মান্তিক পরিণতি ঘটেছে বেশ কিছু তীর্থযাত্রীদের সঙ্গে।
সোমবারের ভূমিধসে ২ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। এদিন সকাল ৭:৩৪ মিনিটে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি মুনকাটিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ের ওপর থেকে নেমে আসে বিশালাকার পাথর। রুদ্রপ্রয়াগ জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, মুনকাটিয়ায় পাহাড়ের ঢাল দিয়ে পাথর গড়িয়ে নামে। এই পাথরগুলো সরাসরি ধাক্কা মারে একটি ট্যুরিস্ট বোঝাই গাড়িকে। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। গাড়িতে ছিলেন আরও ছয়জন। তাঁরাও গুরুতর আহত । এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সোনপ্রয়াগের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে গুরুতর আহত দুই ব্যক্তিকে আরও বড় হাসপাতালে রেফার করা হয়। এনডিটিভি সূত্রের খবর, নিহতরা হলেন উত্তরকাশী জেলার বারকোটের বাসিন্দা । মৃত রীতার বয়স ৩০, চন্দ্র সিংয়ের বয়স ৬৮ বছর। আহতরা হলেন মোহিত চৌহান, নবীন সিং রাওয়াত, প্রতিভা, মমতা, রাজেশ্বরী এবং পঙ্কজ । তাঁরাও উত্তরকাশী জেলার বাসিন্দা।
গত জুন মাসে উত্তরাখণ্ডে ভেঙে পড় একটি হেলিকপ্টার। দেহরাদূণ ও কেদারনাথ রুটে উড়ছিল হেলিকপ্টারটি। কিন্তু ওড়ার কিছু ক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি। ত্রিযুগীনারায়ণ এবং গৌরিকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটি রেডার থেকে নিখোঁজ হয়ে যায়। পরিণতি আঁচ করে সেই থেকেই উদ্বেগ ছড়ায়। আর তার কিছু ক্ষণ পরই জানা যায়, হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। হেলিকপ্টারে সাত যাত্রী সওয়ার ছিলেন, তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যায়।
প্রকৃতির ভয়ঙ্কর রূপে ত্রস্ত উত্তরাখণ্ডের মানুষ। বৃষ্টিতে প্রায় প্রতিদিনই প্রাণহানি ঘটছে। রবিবার তেহরি এবং পিথোরাগড় জেলায় ভারী বৃষ্টিপাতে সম্পর্কিত ঘটনায় দুজনের মৃত্যু হয়। গত ২৯ অগাস্ট থেকে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। শুক্রবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয় চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি এবং বাগেশ্বর জেলাগুলি।